এক নম্বর জায়গা হারাল মোহনবাগান। সালগাওকরকে ৩-১ হারিয়ে আই লিগ শীর্ষে উঠে এল বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীদের জয় দেখার পর বাগান কোচ সঞ্জয় সেন বলেই ফেললেন, ‘‘সতেরো রাউন্ডের পরে এই প্রথম দু’নম্বরে নামলাম আমরা।’’ সঞ্জয়ের মতোই রবিবার সন্ধ্যেয় টিভির সামনে বসেছিলেন নর্ডি, বোয়া, বলবন্তরা। কিন্তু বেঙ্গালুরুর জয়ে অস্বস্তি বাড়ল বাগানে। সবুজ-মেরুনের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩৫ পয়েন্ট বেঙ্গালুরুর।