চলতি আই লিগে চোট পাওয়ার জন্য জাতীয় শিবির থেকে বাদ গেলেন ভারত এফসি গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। তাঁর জায়গায় জাতীয় কোচ স্টিভন কনস্ট্যানটাইন ভারতের প্রাক বিশ্বকাপের ৩৮ জনের প্রাথমিক শিবিরে রয়্যাল ওয়াহিংডো গোলকিপার লাইশরাম প্রেমকুমার সিংহকে ডেকে নিলেন। তবু আই লিগে দুর্দান্ত খেলা মোহনবাগান গোলকিপার দেবজিৎ মজুমদারের ভাগ্যে শিকে ছিঁড়ল না।