সনি নর্ডিদের কাছে আই লিগ চ্যাম্পিয়নশিপের লড়াই যত দিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে। আর মোহনবাগান নির্বাচনে যত এগিয়ে আসছে ততই পাল্লা ভারী হচ্ছে শাসক গোষ্ঠীর।
বুধবার ফের ধাক্কা খেল বিরোধী গোষ্ঠী। তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে এ বার সরে দাঁড়ালেন বিরোধী গোষ্ঠীর অর্থ সচিব পদপ্রার্থী বাণীব্রত বন্দ্যোপাধ্যায়। শাসক দলের অন্যতম নেতা দেবাশিস দত্তের বিরুদ্ধে লড়াই থেকে পিছু হটার পর বিধাননগর পুরসভার এই পুরপিতা বলে দিলেন, ‘‘দলের পক্ষ থেকে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। আমি আর মিটিং-মিছিল করব না।’’
এর আগে বলরাম চৌধুরী-সুব্রত ভট্টাচার্যর সঙ্গে বিরোধীদের প্যানেল তৈরির অন্যতম কারিগর কলকাতা পুরসভার মেয়র পারিষদ অতীন ঘোষ সরে গিয়েছিলেন। তার চেয়েও বড় ধাক্কা বাণীব্রতর সরে যাওয়া। কারণ বাণী দীর্ঘ দিন ধরে ছিলেন বলরামের বিশ্বস্ত সঙ্গী। বিরোধীদের সচিব পদপ্রার্থী বলরাম বললেন, ‘‘সদস্যরা সবাই দেখতে পাচ্ছেন কোথাকার চাপে কী হচ্ছে। অতীন এবং বাণীর নাম কিন্তু প্যানেলে থাকছে।’’ আর শাসক গোষ্ঠীর অর্থ সচিব পদপ্রার্থী দেবাশিসের মন্তব্য, ‘‘কে কোথায় সরে দাঁড়াচ্ছে জানি না। আমরা সবাই জেতার জন্যই নির্বাচনে নেমেছি।’’ তৃণমূলের নেতারা বাগান নির্বাচন থেকে সরে দাঁড়ালেও সি পি এমের এক পুরপিতা কিন্তু রয়ে গিয়েছেন শাসকদের প্যানেলে। তিনি রাজারহাট পুরসভার চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়।
পুণেতে ভারত এফ সি-র কাছে হারের পর সঞ্জয় সেনের টিমের ফেরার পথেও সমস্যা তৈরি হল। বাসে করে মুম্বই এসে বিমান ধরতে হল কাতসুমি-ডেনসনদের।