Sports News

শতাব্দীর সেরা বল করলেন স্টার্ক!

৫৫ রানে মিচেল স্টার্কের যে বলে জেমস ভিনস  আউট হলেন এখন সেটাই চর্চার তুঙ্গে।  ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল ইংল্যান্ড। তখন ক্রিজে জেমস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭ ১৮:০৩
Share:

জেমসের উইকেট নেওয়ার পর মিচেল স্টার্কের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

কেউ বলছেন অ্যাসেজের সেরা বল। আবার কেউ বলছেন এই দশকেরই সেরা বল। আসলে কোনটা সেটা হয়তো জানা যাবে খুব দ্রুত। কিন্তু এমনই বল করলেন মিচেল স্টার্ক যা নিয়ে তোলপাড় গোটা ক্রিকেট বিশ্ব। জেমসের অফ স্টাম্প ছিটকে যেতেই শুরু হয়ে গেল স্টার্কের বল নিয়ে কাটাছেড়া। ঠিক কতটা সেরা?

Advertisement

৫৫ রানে মিচেল স্টার্কের যে বলে জেমস ভিনস আউট হলেন এখন সেটাই চর্চার তুঙ্গে। ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল ইংল্যান্ড। তখন ক্রিজে জেমস। দিনে তাঁর ব্যাট থেকেই এসেছে ইংল্যান্ডের সর্বোচ্চ রান। ৯৫ বলে ৫৫ রানে তিনি আউট হলেন স্টার্কের বলে।

শ্যেন ওয়ার্ন সেই উইকেটের ভিডিও টিভি থেকে তুলে ইনস্টাগ্রামে পোস্টও করেন। লেখেন, ‘বল অফ দ্য অ্যাসেজ অ্যান্ড দ্য সামার।’’ শুধু তিনি নন, ওয়াসিম আক্রম লেখেন, ‘দারুণ বল। স্টার্ক তুমি আমাকে আমার সময়ের কথা মনে করিয়ে দিলে।’

Advertisement

আরও পড়ুন

কী ভাবে স্টিভের স্লেজিং সামলেছিলেন দ্রাবিড়?

কী ভাবে স্টিভের স্লেজিং সামলেছিলেন দ্রাবিড়? & !!!! !

& !!!!

কী ভাবে স্টিভের স্লেজিং সামলেছিলেন দ্রাবিড়? & !!!!

কী ভাবে স্টিভের স্লেজিং সামলেছিলেন দ্রাবিড়?

কী ভাবে স্টিভের স্লেজিং সামলেছিলেন দ্রাবিড়? & !!!! !

& !!!!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement