সাবাস সাব্বির! জিম্বাবোয়েকে আবার হারাল বাংলাদেশ

দ্বিতীয় টি-২০ ম্যাচও জিতে নিল বাংলাদেশ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪২ রানে হারিয়ে দিল জিম্বাবোয়েকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৬ ১৯:৪০
Share:

শেষ হাসি হাসলেন সাকিবরাই। ছবি: এএফপি।

দ্বিতীয় টি-২০ ম্যাচও জিতে নিল বাংলাদেশ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪২ রানে হারিয়ে দিল জিম্বাবোয়েকে।

Advertisement

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ২০ ওভারে করে তিন উইকেটে ১৬৭। সাব্বির রহমান আর সৌম্য সরকার করেন ৪৩ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন দুই জিম্বাবোয়ে ওপেনার মাসাকাদজা (৩০) এবং সিবান্দা (২১)। ৬.৪ ওভারেই ৫০ রান তুলে ফেলেছিল ওপেনিং জুটি। এর মধ্যে অবশ্য পঞ্চম ওভারে দু-দুটো ক্যাচ মিস করে বাংলাদেশ। ওটা ছিল অধিনায়ক মাশরাফির প্রথম ওভার। শেষ পর্যন্ত নিজের পরের ওভারে সিবান্দাকে বোল্ড করে আতঙ্ক জাগিয়ে তোলা জুটি ভাঙেন মাশরাফিই। এর পর ওয়ালার (২৯) ছাড়া আর কোনও জিম্বাবোয়ে ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। সাব্বির (৩ উইকেট), মুস্তাফিজুর (২ উইকেট), শুভাগত (১ উইকেট) এবং আল আমিন (১ উইকেট) জিম্বাবোয়ের কোমর ভেঙে দেন। আট উইকেট হারিয়ে ১২৫ রানেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ২০ ওভার। ৪২ রানে ম্যাচ জিতে সিরিজে ২-০তে এগিয়ে গেলেন মাশরাফি মোর্তাজারা।

Advertisement

৪৩ রান আর তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ সাব্বির রহমান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement