India Vs New Zealand

বাসে ওঠার আগে মেজাজ হারালেন যশস্বী, চড় মারতে গেলেন জুরেলকে! ভারতীয় শিবিরে নতুন অশান্তি?

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের আগে ভারতীয় দলের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠল। টিম বাসে ওঠার ঠিক আগে ধ্রুব জুরেলকে হঠাৎ চড় মারতে যান যশস্বী জয়সওয়াল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২০:৫২
Share:

যশস্বী জয়সওয়াল চড় মারতে যাচ্ছেন ধ্রুব জুরেলকে। ছবি: সংগৃহীত।

এক দিনের ক্রিকেটে প্রথম একাদশে জায়গা না পেয়ে কি হতাশ যশস্বী জয়সওয়াল? মেজাজ ঠিক রাখতে পারছেন না তরুণ ওপেনার? তাঁর একটি আচরণে উঠেছে প্রশ্ন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের আগে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো।

Advertisement

ইনদওরে টিম বাসে ওঠার আগে রবিবার ধ্রুব জুরেলের উপর হঠাৎ রেগে যান যশস্বী। প্রকাশ্যেই উইকেটরক্ষক-ব্যাটারকে চড় মারতে যান তিনি। স্বভাবতই ভারতীয় শিবিরের পরিবেশ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। যশস্বীর এমন আচরণে অনেকেই বিস্মিত হন। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, বাসে ওঠার সময় যশস্বীর পিছনেই ছিলেন জুরেল। উইকেটরক্ষক তাঁর সঙ্গে রসিকতা করছিলেন। তাতে হঠাৎ রেগে যান যশস্বী। সতীর্থকে চড় মারতে যান। জুরেল জোর বেঁচে যান। উইকেটরক্ষক যশস্বীকে কী বলেছিলেন, তা অবশ্য বোঝা যায়নি। বিষয়টিও এর বেশি এগোয়নি। পরে দু’জনকে একসঙ্গে হাসতে হাসতে বাসে উঠতে দেখা গিয়েছে। ভারতীয় দলের অন্যরাও বিষয়টিকে কোনও গুরুত্ব দেননি।

যশস্বী এবং জুরেলের বন্ধুত্ব অনেক দিনের। দু’জনেই রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেন। তাঁদের মধ্যে খুনসুটি চলতেই থাকে। টিম বাসে ওঠার সময় তেমনই কিছু ঘটেছিল। উল্লেখ্য, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে কেউ একটিও এক দিনের ম্যাচ খেলার সুযোগ পাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement