যুব বিশ্বকাপের সেমিফাইনালের আগে তৈরি টিম বাংলাদেশ

যুব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে বাংলাদেশ ক্রিকেটে আগেই ইতিহাস তৈরি করে ফেলেছেন মিরাজরা। এবার ফাইনালে পৌঁছে ভারতের মুখোমুখি হওয়ার অপেক্ষায়। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে নামবে বাংলাদেশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪০
Share:

যুব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে বাংলাদেশ ক্রিকেটে আগেই ইতিহাস তৈরি করে ফেলেছেন মিরাজরা। এবার ফাইনালে পৌঁছে ভারতের মুখোমুখি হওয়ার অপেক্ষায়। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে নামবে বাংলাদেশ। তাঁর আগে ছাত্রদের যাঁর যাঁর কাজ বুঝিয়ে দিলেন কোচ হাথুরু। অনুশীলনের পাশাপাশি প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদা আলাদা করে কথা বললেন কোচ। হোটেলের ঘরেই চলল সবাইকে নিজের কাজ বুঝিয়ে দেওয়ার কাজ। বাইরে কথা বলার উপরও রয়েছে অনেক প্রতিবন্ধকতা। ম্যাচে কি পরিস্থিতিতে কিভাবে সিদ্ধান্ত নিতে হবে। বোলিং, ব্যাটিং সব বিভাগকেই মানসিকভাবে প্রস্তুত করে দিতেই এই পরিকল্পনা। মাঠে নামার আগে সকলেই জেনে গিয়েছেন কার কি কাজ। মিরাজ বলেন, ‘‘আমাদের বিশ্বাস রয়েছে যে কোনও অবস্থা থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারি।’’

Advertisement

সেমিফাইনালের আগের দিন অনুশীলনে বোলিং, ব্যাটিংয়ের সঙ্গে ফিল্ডিংয়ের জোড় দিলেন বাংলাদেশ যুব দলের কোচ। যেমন যুব দলের নাসির হোসেন কঠিন সময়ে ব্যাট চালিয়ে রান তুলতে পারেন। তাঁর অনুশীলনে সেটাই দেখা গেল বেশি করে। অধিনায়ক মিরাজও তৈরি। বলে দিলেন, ‘‘আমরা ফাস্ট বোলিং খেলতে ভালবাসি। কম পেসের বলে টাইমিংয়ের ভুল হওয়ার সম্ভবনা থেকে যায়। পেসের সামনে আমরা সব সময় আত্মবিশ্বাসী। আমরা দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পেস বলের বিরুদ্ধ ভাল খেলেছি। কিন্তু এখনও সেরকম পেস বল আমাদের খেলতে হয়নি।’’

আরও খবর

Advertisement

সেমিফাইনালে বাংলাদেশের সামনে চেনা প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন