Bangladesh Premier League

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্ঘটনা! খেলার মাঝেই অসুস্থ হয়ে মৃত্যু ঢাকা ক্যাপিটালসের কোচের

অসুস্থ হওয়ার পর প্রথমে মাঠেই কিছু ক্ষণ চিকিৎসা চলে কোচের। তার পর অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৫০
Share:

মেহবুব আলি জ়াকি। ছবি: এক্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুতেই দুর্ঘটনা ঘটল। খেলার মাঝেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মেহবুব আলি জ়াকির। অসুস্থ হওয়ার পর প্রথমে মাঠেই কিছু ক্ষণ চিকিৎসা চলে মেহবুবের। তার পর অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মেহবুবের।

Advertisement

শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিরুদ্ধে খেলা ছিল ঢাকার। ম্যাচ শুরুর ঠিক আগে মাঠে লুটিয়ে পড়েন মেহবুব। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা তাঁর কাছে যান। সিপিআর দেওয়া হয় মেহবুবকে। তার পর অ্যাম্বুল্যান্সে করে তাঁকে আল হারামিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে মেহবুবের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ ফিজিশিয়ান দেবাশিস চৌধুরী মেহবুবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ঢাকা দলের তরফে জানানো হয়েছে, খেলার আগে মেহবুব এক বারও বলেননি যে, তাঁর কোনও শারীরিক সমস্যা হচ্ছে। হঠাৎ করে মাঠে পড়ে যান তিনি। মেহবুবের মৃত্যুর খবর শুনে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা সিলেট টাইটান্স, নোয়াখালি এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস দলের অনেক ক্রিকেটার হাসপাতালে ছোটেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘গেম ডেভেলপমেন্ট’ কর্মসূচিতে পেস বোলিং কোচ হওয়ায় অনেকের সঙ্গেই তাঁর ভাল সম্পর্ক ছিল। মেহবুবের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement

ক্রিকেটজীবনে পেসার ছিলেন মেহবুব। কুমিল্লা জেলার হয়ে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ খেলেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও খেলেছেন মেহবুব। বাংলাদেশের জাতীয় দলে কোনও দিন খেলার সুযোগ না পেলেও কোচ হিসাবে নাম ছিল তাঁর। খেলা ছাড়ার পর ২০০৮ সালে হাই পারফরম্যান্স কোচ হিসাবে যোগ দেন তিনি। বাংলাদেশে পেসারদের তুলে আনার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement