DRS Controversy in The Ashes 2025-26

অ্যাশেজ়ে আবার ডিআরএস বিতর্ক! আউট হয়ে মেজাজ হারালেন অসি ব্যাটার, ফিরে এল ভারত-পাক ম্যাচে সঞ্জুর ক্যাচের স্মৃতি

অ্যাশেজ় সিরিজ়ে আবার ডিআরএস নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আউট হওয়ার পর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন। মেজাজ হারান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৭
Share:

মেলবোর্নে আউট হয়ে ফিরে যাচ্ছেন মার্নাশ লাবুশেন। ছবি: রয়টার্স।

পিচ বিতর্কের পাশাপাশি অ্যাশেজ় সিরিজ়ে ডিআরএস বিতর্কও চরমে। স্নিকোমিটার প্রযুক্তি নিয়ে আগের টেস্টেই বিতর্ক হয়েছে। এ বার বিতর্কে তৃতীয় আম্পায়ারের একটি সিদ্ধান্ত। মেলবোর্নে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৮ রানের মাথায় আউট হন মার্নাশ লাবুশেন। কিন্তু তাঁর দাবি ছিল, জো রুট ক্যাচ ধরার আগে বল মাটি ছুঁয়েছে। যদিও তৃতীয় আম্পায়ার আউট দেন। তাতেই মেজাজ হারান লাবুশেন।

Advertisement

জশ টংয়ের বল লাবুশেনের ব্যাটের কানায় লেগে পিছনে যায়। প্রথম স্লিপে থাকা রুট সামনের দিকে ঝুঁকে ক্যাচ ধরেন। তিনি তালুবন্দি করার আগে বল মাটিতে লেগেছে কি না তা বোঝা যাচ্ছিল না। মাঠের আম্পায়ার আউট দিলেও লাবুশেন রিভিউ নেন। তৃতীয় আম্পায়ার ছিলেন পাকিস্তানের এহসান রাজ়া। তিনি বিভিন্ন দিক থেকে ক্যাচের রিপ্লে দেখেন। কোনও দিক থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছিল না যে, বল আগে মাটিতে লেগেছে, না সরাসরি হাতে গিয়েছে। যদিও রাজ়ার মনে হয়েছে, বল মাটিতে পড়ার আগে তালুবন্দি করেছেন রুট। তাই আউটের সিদ্ধান্ত দেন তিনি।

জায়ান্ট স্ক্রিনে আউট লেখা দেখে মেজাজ ধরে রাখতে পারেননি লাবুশেন। চিৎকার করেন তিনি। বোঝা যাচ্ছিল, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেননি অসি ব্যাটার। অপর প্রান্তে থাকা ট্রেভিস হেডও অবাক হয়ে তাকিয়ে থাকেন। তিনিও এই সিদ্ধান্ত মানতে পারেননি।

Advertisement

এই একই ঘটনা ঘটেছিল এ বারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে। হার্দিক পাণ্ড্যের বলে খোঁচা মারেন পাকিস্তানের ফখর জ়মান। বল যায় উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের কাছে। তিনিও সামনের দিকে ঝুঁকে ক্যাচ ধরেন। ফখরের দাবি ছিল, তিনি আউট নন। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখেন। সেখানে বোঝা যাচ্ছিল না, ক্যাচ পরিষ্কার কি না। তার পরেও তৃতীয় আম্পায়ার ভারতের পক্ষেই সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত নিয়ে কম বিতর্ক হয়নি। বিশেষ করে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও সমর্থকেরা প্রশ্ন তুলেছিলেন। সেই একই বিতর্ক এ বার দেখা গেল অ্যাশেজ়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement