বাংলাদেশ টি২০ দলে নতুন মুখের খোঁজে নির্বাচকরা

আগামী বছরের টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন মুখের খোঁজে বাংলাদেশ ক্রিকেট টিম। যা খবর তাতে নির্বাচকরা এমন প্লেয়ারদেরও দলে নিতে পারেন যাঁরা সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পরেছিলেন। প্রাথমিক দলে অনেক বাতিল হওয়া ক্রিকেটারই ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ২০:৫৯
Share:

আগামী বছরের টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন মুখের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যা খবর তাতে নির্বাচকরা এমন প্লেয়ারদেরও দলে নিতে পারেন যাঁরা সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পরেছিলেন। প্রাথমিক দলে অনেক বাতিল হওয়া ক্রিকেটারই ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই প্রাথমিক দল বেছে নিয়ে শিবিরে প্রস্তুতি নেবে পরতে চায় বোর্ড। প্রাথমিক দলে ২৫ থেকে ২৭ জনের মতো প্লেয়ার থাকার কথা। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই শিবির শুরু হয়ে যাবে টি২০ বিশ্বকাপের জন্য। মুখ্য নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘‘শিবিরে স্কিল অনুশীলনের উপর জোড় দেওয়া হবে। আগামী দু’দিনের মধ্যেই আমরা প্রাথমিক দল ঘোষণা করে দেব।’’

Advertisement

বাংলাদেশ প্রিমিয়র লিগে ভাল খেলা ক্রিকেটারদের জন্যই যে জাতীয় দলের দরজা খুলে যাবে সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। বলেন, ‘‘এমনও হতে পারে সম্প্রতি কেউ বাংলাদেশের হয়ে খেলেনি কিন্তু অন্যান্য টুর্নামেন্টে ভাল খেলছে সেরকম ক্রিকেটাররাও সুযোগ পাবে। এই সব দেখেই আমরা প্রাথমিক দল নির্বাচন করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement