ধর্মশালায় বৃষ্টি, বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

সকাল থেকেই আকাশের মুখ ভার। অবিরাম মেঘ-রোদ্দুরের খেলায় চিন্তার ভাঁজ মাশরাফিদের কপালে। শুক্রবার ধর্মশালায় আয়ারল্যান্ড বিরুদ্ধে এই মাঠেই নামবে টাইগাররা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ১৩:২১
Share:

সকাল থেকেই আকাশের মুখ ভার। অবিরাম মেঘ-রোদ্দুরের খেলায় চিন্তার ভাঁজ মাশরাফিদের কপালে। শুক্রবার ধর্মশালায় আয়ারল্যান্ড বিরুদ্ধে এই মাঠেই নামবে টাইগাররা।

Advertisement

কিন্তু ম্যাচের ওপর প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে এই বৃষ্টি। হিমালয়ের কোলের এই শহরে বৃহস্পতিবার রাত থেকেই এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে তাপমাত্রাও নেমেছে। এ দিন সকালে বৃষ্টি বন্ধ হয়েছিল ঠিকই, কিন্তু ফের যে কোনও সময় বৃষ্টি নামতে পারে বলে আবহাওয়া সূত্রে জানা গিয়েছে। সেই সঙ্গে রাতের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে রাতে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। টি-টোয়েন্টির প্রথম রাউন্ডের ম্যাচে কোনও রিজার্ভ ডেও নেই। মাঠে বল না গড়ালে দুটি টিমকেই পয়েন্ট ভাগ করে নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন