অচেনা স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় জয় টার্গেট যুব বাংলাদেশ বাহিনীর

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টগবগ করে ফুটছে বাংলাদেশের যুব ব্যাঘ্র-বাহিনী। রবিবার যুব বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। স্কটল্যান্ড আবার প্রথম ম্যাচে ৯ উইকেটে হেরে বসে আছে নামিবিয়ার কাছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৬ ১৯:৪৮
Share:

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টগবগ করে ফুটছে বাংলাদেশের যুব ব্যাঘ্র-বাহিনী। রবিবার যুব বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। স্কটল্যান্ড আবার প্রথম ম্যাচে ৯ উইকেটে হেরে বসে আছে নামিবিয়ার কাছে।তবে একটাই চাপ বাংলাদেশের। গত ১২ বছরে স্কটল্যান্ডের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলেনি বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ফলে একদম অচেনা প্রতিপক্ষ। যদিও এ সব নিয়ে আদৌ বেশি ভাবতে রাজি নন কোচ, ক্যাপ্টেন সহ গোটা টিম।

Advertisement

শনিবার অনুশীলন শেষে বাংলাদেশ দলের পেস বোলার সাইফউদ্দিন রীতিমতো প্রত্যয়ের সঙ্গে বললেন, ‘স্কটল্যান্ড সম্পর্কে আমাদের তেমন কোনও ধারণা নেই। ওদের সঙ্গে আমরা কোনও হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলিনি। তবে প্রথম ম্যাচটি ভাল ভাবে জিতে যাওয়ায় আমাদের দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। জয় ছাড়া সামনে কোনও কিছু দেখছি না।’

এই ম্যাচ জিতলে শেষ আটে ওঠার রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে।সাইফউদ্দিনের কথায়, ‘দ্বিতীয় রাউন্ডে উঠার ক্ষেত্রে রান রেট অনেক সময়ই ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।আমরা চাইব জয়টা যেন একটু বড় ব্যবধানে হয়।’ একই সঙ্গে তিনি বলেন, ‘কোনও ম্যাচ হাল্কা ভাবে নেওয়া উচিত না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা যে মনোযোগ দিয়ে খেলেছি, পরের ম্যাচে একই মনোযোগ দিয়ে খেলব।’ রবিবার কক্সবাজারের যে মাঠে খেলা, সেই মাঠে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল।নির্ধারিত অন্য মাঠে অনুশীলন সেরে, হোটেলে ফেরার পথে পিচ দেখে যান কোচ মিজানুর রহমান বাবুল। তবে একটাই বড় চিন্তা রয়ে গেছে বাংলাদেশ শিবিরে। অফ স্পিনার সনজিত সাহার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে প্রথম ম্যাচে। আইসিসি পর্যবেক্ষণে আছে গোটা বিষয়টি। রিপোর্ট না আসা পর্যন্ত উত্কণ্ঠায় থাকছে বাংলা শিবির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement