Sports News

নিউজিল্যান্ডের কাছে হার বাংলাদেশের

নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যানদের শক্ত প্রতিরোধেই বাংলাদেশের অল্প পুঁজির স্কোরটা কিউইরা পার করল স্বাচ্ছন্দ্যে। আর তাতেই ১৫ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় তুলে নিল নিউজিল্যান্ড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ০৪:২৪
Share:

নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যানদের শক্ত প্রতিরোধেই বাংলাদেশের অল্প পুঁজির স্কোরটা কিউইরা পার করল স্বাচ্ছন্দ্যে। আর তাতেই ১৫ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় তুলে নিল নিউজিল্যান্ড। বাংলাদেশের ২৫৭ রানের জবাবে ৪৭.৩ ওভারে ৬ উইকেট খরচ করেই লক্ষ্যে পৌঁছে গেল নিউজিল্যান্ড।

Advertisement

নিউজিল্যান্ডকে ২৫০এর উপর রানের টার্গেট দিয়ে প্রথম উইকেট তুলে নিতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে সপ্তম ওভারের শেষ বল পর্যন্ত। মুস্তাফিজুর রহমানের বলে লুক রঞ্চি ধরা পড়লেন মাহমুদউল্লাহর হাতে। ৩৯ রানে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙে।

টম ল্যাথামের সঙ্গে ওপেনিংয়ে নেমে বেশ সতর্ক ব্যাটিং করছিলেন রঞ্চি, বিশেষ করে মুস্তাফিজের ওভারে। বাঁ হাতি পেসারের প্রথম ওভারে ২ রান পায় নিউজিল্যান্ড। আর দ্বিতীয় ওভারেই মুস্তাফিজের শিকার হন রঞ্চি। ২৭ বলে ২৭ রান করেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৪টি চার ও ১টি ছয় ছিল তাঁর ইনিংসে।

Advertisement

এরপর ল্যাথামের সঙ্গে শক্ত জুটি গড়তে ব্যর্থ হন জর্জ ওয়ার্কার। ল্যাথাম ভুল সিদ্ধান্ত নেওয়ায় ভাঙে ৪১ রানের জুটিটি। মোসাদ্দেক হোসেনের বলে অফসাইডে শট নেওয়ার পর দৌড়ে একটি রান নিতে চেয়েছিলেন কিউই ওপেনার। কিন্তু ননস্ট্রাইকিং থেকে ওয়ার্কার এসে পৌঁছানোর আগেই সাব্বির হোসেনের থ্রোতে মুশফিকুর রহিম বল লাগান স্টাম্পে। ২৪ বলে ১টি ছক্কা হাঁকিয়ে ১৭ রান করেছিলেন ওয়ার্কার।

আরও পড়ুন: লেট নাইট শো-তে এল মুম্বই টিকিট

ক্রিজ আঁকড়ে পড়ে ছিলেন ল্যাথাম। তবে তাঁকে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশের স্বস্তি ফেরালেন রুবেল হোসেন। ৫৪ রানে নিউজিল্যান্ডের ওপেনারের ব্যাটে বল লেগে চলে যায় মুশফিকুর রহিমের গ্লাভসে। নেইল ব্রুমের সঙ্গে শক্ত জুটি গড়ার আভাস দেওয়া টেলর ২৫ রানে মুস্তাফিজের দ্বিতীয় শিকার হন।

১৪৭ রানে নিউজিল্যান্ড চতুর্থ উইকেট হারানোর পর ক্রিজে প্রতিরোধ গড়েন নেইল ব্রুম ও জেমস নিশাম। ১২.৩ ওভারে ৮০ রানের সতর্ক জুটি গড়েন তারা দুজন। দলকে জিতিয়েই মাঠ ছাড়ার পণ যেন তারা করেছিলেন। কিন্তু রুবেলের বলে ২ রানের আক্ষেপ নিয়ে এলবিডব্লিউ হন ব্রুম (৪৮)।

বল হাতে খরুচে মাশরাফি শেষদিকে এসে উইকেট পান। প্রথম ৫ ওভারে ৪৮ রান দেওয়া অধিনায়ক নিজের ষষ্ঠ ওভারের শেষ বলে নিউজিল্যান্ডের দ্বিতীয় সেরা ইনিংসের মালিক নিশামকে ৫২ রানে আউট করেন তিনি। দুই ওভার ৩ বল বাকি থাকতে মাশরাফির ওভারেই জয়সূচক রান নেন কলিন মুনরো। ১৬ রানে অপরাজিত ছিলেন তিনি। অপর প্রান্তে ৫ রানে খেলছিলেন মিচেল স্যান্টনার।

৯ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার মুস্তাফিজ। সমান উইকেট পেয়েছেন রুবেল, ১০ ওভারে ৫৩ রান দেন তিনি।

এর আগে বাংলাদেশ ৯ উইকেটে করে ২৫৭ রান। সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর হাফসেঞ্চুরির পরও খুব একটা আহামরি স্কোরবোর্ড তৈরি করতে পারেনি মাশরাফি মুর্তজার দল।

সৌম্যর ব্যাটে এসেছে ইনিংস সেরা ৬১ রান। মুশফিক করেন ৫৫ ও মাহমুদউল্লাহর ব্যাটে আসে ৫১ রান। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল তামিম ইকবাল (২৩) ও মোসাদ্দেক হোসেন (৪১)। দলীয় স্কোরবোর্ড হতে পারত আরও মজবুত। কিন্তু শেষ ওভারেই হামিশ বেনেটের বলে বাংলাদেশ হারায় ৩ উইকেট।

কিউইদের সবচেয়ে সফল বোলার বেনেট ১০ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন ইশ সোধি ও জেমস নিশাম।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও টসে হেরেছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচেও শুরুতে ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম-সৌম্যরা। যদিও বৃষ্টির কারণে নিজেদের ইনিংসই শেষ করতে পারেনি টাইগাররা। ম্যাচটি তাই পরিত্যক্ত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement