PGD Admission 2026

উপগ্রহের সাহায্যে তথ্য সংগ্রহের কৌশল শেখাবে ইসরো অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান, কী ভাবে ভর্তি?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং-এর তরফে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা-র জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে ভর্তির আবেদন জমা দেওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১০:২১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

উপগ্রহের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের তথ্য সংগ্রহের কৌশল শেখার সুযোগ দিচ্ছে ইসরো। ওই সংস্থার অধীন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং ক্যাম্পাসে ওই বিষয়টি শেখানো হবে। আসনসংখ্যা ৯০।

Advertisement

কারা ভর্তি হতে পারবেন?

রিমোট সেন্সিং এবং জিয়োগ্রাফিক ইনফরমেশন সিস্টেম নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাটি স্নাতকোত্তর যোগ্যতা থাকলে করার সুযোগ মিলবে। প্রার্থীদের কৃষিবিদ্যা, উদ্যানপালন বিদ্যা, কৃষিবিজ্ঞান, প্যাথোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্ৰি থাকা চাই। এ ছাড়াও পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, রাশিবিজ্ঞান, জীববিদ্যা বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও ডিপ্লোমা করতে পারবেন। তবে, প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

কী পড়ানো হবে?

প্রাকৃতিক সম্পদ এবং মনুষ্যসৃষ্ট পরিবেশ পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজে কী ভাবে উপগ্রহকে ব্যবহার করা হয়, তা নিয়ে চলবে পড়াশোনা। এ ছাড়াও সংগৃহীত তথ্য বিশ্লেষণ, দুর্যোগ বা আবহাওয়ার পূর্বাভাস, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে পর্যবেক্ষণের কাজে কোন কোন থিয়োরি প্রয়োগ করা যেতে পারে— তা-ও শেখাবেন বিশেষজ্ঞেরা।

বিশেষ শর্ত:

যে সমস্ত পড়ুয়া সরকারি স্কলারশিপ পাচ্ছেন, তাঁদের ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের কোর্স ফি-ও জমা দিতে হবে না। তবে, যাঁরা সরকারি অনুদান পাচ্ছেন না, তাঁদের ভর্তি হওয়ার পর ৭২,০০০ টাকা কোর্স ফি হিসাবে দিতে হবে।

কী ভাবে ভর্তি নেওয়া হবে?

অনলাইনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং-এর ওয়েবসাইটে আবেদনপত্র গ্রহণ করা হবে। ওই আবেদন খতিয়ে দেখে অনলাইনেই মে মাসের তৃতীয় সপ্তাহে ইন্টারভিউ নেওয়া হবে। মেধাতালিকা প্রকাশ করা হবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে।

গুরুত্বপূর্ণ তারিখ:

৩১ মার্চ পর্যন্ত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। ৩ অগস্ট, ২০২৬ থেকে ১৬ জুলাই, ২০২৭ পর্যন্ত ক্লাস চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement