গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক
নির্ধারিত সময়ে প্রকাশিত হচ্ছে না ২০২৬-এর সিভিল সার্ভিসেস এগ্জ়ামিনেশন এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এগ্জ়ামিনেশন-এর বিজ্ঞপ্তি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) জানিয়েছে, প্রশাসনিক কারণে ১৪ জানুয়ারি উল্লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না। শীঘ্রই পরীক্ষা সংক্রান্ত তথ্য জানানো হবে।
কমিশনের তরফে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ স্থগিত রাখার কারণের তেমন কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। সংবাদসংস্থা সূত্রে খবর, আয়োজক সংস্থার তরফে আবেদনের আগে শূন্যপদ সংক্রান্ত সমস্ত তথ্য যাচাইকরণ এবং পোর্টালের প্রযুক্তিগত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষার্থীদের আবেদন সংক্রান্ত বিষয়ে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করার পরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বছরের শুরুতেই ইউপিএসসি জানিয়েছিল, সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রিলিমিনারি ২৪ থেকে ৩১ মে-এর মধ্যে হতে চলেছে। এই যে কোনও বিষয়ে স্নাতকেরা সুযোগ পাবেন পরীক্ষায় বসার। এ ক্ষেত্রে তাঁদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এগ্জ়ামিনেশনটি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার পদে নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। ওই পরীক্ষায় ২১ থেকে ৩২ বছর বয়সি স্নাতকেরা দিতে পারেন। এই পরীক্ষার সম্ভাব্য দিনও ঘোষণা করেছিল ইউপিএসসি। ওই পরীক্ষার প্রিলিমিনারি ২৪ মে এবং মেনস ২২ নভেম্বর।