Sports News

আইসিসি র‌্যাঙ্কিংয়ে সাতেই থাকল বাংলাদেশ

ওয়ান ডে র‌্যাঙ্কিং ঘোষণা করল আইসিসি। যেখানে র‌্যাঙ্কিংয়ের অবস্থান অপরিবর্তিত থাকলেও শ্রীলঙ্কার সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান কমেছে মাশরাফি বাহিনীর। সপ্তমস্থানে থাকা বাংলাদেশের রেটিং বর্তমানে ৯১ ও ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং ৯৩।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০১৭ ১৮:১৯
Share:

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।

ওয়ান ডে র‌্যাঙ্কিং ঘোষণা করল আইসিসি। যেখানে র‌্যাঙ্কিংয়ের অবস্থান অপরিবর্তিত থাকলেও শ্রীলঙ্কার সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান কমেছে মাশরাফি বাহিনীর। সপ্তমস্থানে থাকা বাংলাদেশের রেটিং বর্তমানে ৯১ ও ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং ৯৩। সাম্প্রতিক সিরিজের পর দুই দলই পয়েন্ট হারিয়েছে। বাংলাদেশ এক পয়েন্ট হারালেও শ্রীলঙ্কা হারিয়েছে ৫ রেটিং পয়েন্ট।

Advertisement

আরও খবর: ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উঠল ভারত

একইভাবে অষ্টম স্থানে থাকা পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিন বেড়েছে বাংলাদেশের। ২ পয়েন্ট কমে পাকিস্তানের রেটিং দাঁড়িয়েছে ৮৮। কমেছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের। ক্যারিবিয়ানদের আগে ছিল ৮৩ পরে হয়েছে ৭৯। দু’পয়েন্ট কমে জিম্বাবোয়ের হয়েছে ৪৬। যদিও পরিবর্তন হয়নি আফগানিস্তানের।

Advertisement

এদিকে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট বেড়েছে ৪। ১২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আগের ১১৮ পয়েন্ট নিয়েই অবস্থান করছে দ্বিতীয়স্থানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement