নামিবিয়ার ঔদ্ধত্যকে ক্ষতবিক্ষত করে ছাড়ল বাংলার বাঘেরা

গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে হারাল বাংলাদেশ। মঙ্গলবার কক্স বাজারে আফ্রিকান প্রতিপক্ষকে ৩২.৫ ওভারে মাত্র ৬৫ রানে গুটিয়ে ফেলল তারা। এর আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বড়সড় চমক দিলেও এ দিন মান বাঁচানোর লড়াইয়ে বাংলার বাঘেদের কাছে ক্ষতবিক্ষত হয়ে মাঠ ছাড়ল জেন গ্রিন বাহিনী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫৮
Share:

গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে হারাল বাংলাদেশ। মঙ্গলবার কক্স বাজারে আফ্রিকান প্রতিপক্ষকে ৩২.৫ ওভারে মাত্র ৬৫ রানে গুটিয়ে ফেলল তারা। এর আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বড়সড় চমক দিলেও এ দিন মান বাঁচানোর লড়াইয়ে বাংলার বাঘেদের কাছে ক্ষতবিক্ষত হয়ে মাঠ ছাড়ল জেন গ্রিন বাহিনী। যুব বিশ্বকাপে এটিই হল কোনও টিমের করা সর্বনিম্ন রানের রেকর্ড।

Advertisement

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচ জিততেই হতো মেহেদি হাসান মিরাজদের। এ দিন শেখ কামাল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাংলার স্পিনাররা। টসে জিতে ফিল্ডিং বেছে নেন অধিমনায়ক মিরাজ। নামিবিয়াকে হারালে শেষ আটে ভারতকে এড়ানো যাবে— তাই লক্ষ্য ছিল যেনতেন প্রকারেণ এ ম্যাচ পকেটস্থ করা। শুরু থেকেই সে কথা যেন মাথায় রেখেছিলেন মহম্মদ সইফুদ্দিন-সালেহ আহমেদ শাওন-আরিফুল ইসলাম-মিরাজরা। শেষের তিন জনেরই শিকার ২টি করে উইকেট। মিরাজ তো এ ম্যাচেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর শিরোপা ছিনিয়ে নিলেন। নামিবিয়ার হয়ে নিকো ডেভিন ও লোহান লরেন্স ছাড়া আর কেউই দু’অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

ব্যাট করতে নেমে সোজা টার্গেটের সামনে অবশ্য শুরুতেই সামান্য হলেও আতঙ্ক ছড়িয়েছিল বাংলা-শিবিরে। প্রথম ওভারে পিনাক ঘোষের উইকেট হারালেও জয়রাজ শেখ ও নাজমুল হাসান শান্তর ব্যাটিংয়ে সে আতঙ্ক আর দীর্ঘস্থায়ী হয়নি। ক্রিকেটের অ-আ-ক-খ শিখিয়ে ম্যাচ জিতে নেয় বাংলার বীরেরা। ৮ ওভারে ৪টি মেডেন-সহ ১০ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হলেন শাওন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement