বাংলাদেশে যাওয়ার আগে নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইস্টবেঙ্গল

সিকিমে যাই খেলুন, আই লিগের জন্য জুদেলিন আভাস্কাকেই রেখে দিচ্ছে মোহনবাগান। বুধবার ক্লাব তাঁবুতে বসে এমনটাই দাবি করলেন সনি নর্ডির পাঠানো হাইতির স্টপার। বলে দিলেন, ‘‘আমার সঙ্গে মোহনবাগানের দশ মাসের চুক্তি হয়ে গিয়েছে। আই লিগে খেলার জন্য আমি তৈরি।’’ এখানেই থেমে থাকেননি বাগানে টিকে যাওয়া বিদেশি। বলছিলেন, ‘‘সনির সঙ্গে প্রতিদিনই কথা হয়। আইএসএল খেলেই ও চলে আসবে কলকাতায়। মোহনবাগানে খেলতে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০৩:৫৮
Share:

সিকিমে যাই খেলুন, আই লিগের জন্য জুদেলিন আভাস্কাকেই রেখে দিচ্ছে মোহনবাগান। বুধবার ক্লাব তাঁবুতে বসে এমনটাই দাবি করলেন সনি নর্ডির পাঠানো হাইতির স্টপার। বলে দিলেন, ‘‘আমার সঙ্গে মোহনবাগানের দশ মাসের চুক্তি হয়ে গিয়েছে। আই লিগে খেলার জন্য আমি তৈরি।’’

Advertisement

এখানেই থেমে থাকেননি বাগানে টিকে যাওয়া বিদেশি। বলছিলেন, ‘‘সনির সঙ্গে প্রতিদিনই কথা হয়। আইএসএল খেলেই ও চলে আসবে কলকাতায়। মোহনবাগানে খেলতে।’’

হাইতির হয়ে ফিফা অনুমোদিত প্রদর্শনী ম্যাচ খেলতে ৪ অক্টোবর দেশে যাচ্ছেন আভাস্কা। ৯ তারিখ সালভাদোরের সঙ্গে ম্যাচ রয়েছে তাঁর দেশের। আর ১২ অক্টোবর ব্রাজিলের অনূর্ধ্ব-২২ জাতীয় দলের সঙ্গে দ্বিতীয় ম্যাচটি খেলবে হাইতি। টিকিট নিতে এ দিন বিকেলে মোহনবাগানে এসেছিলেন আভাস্কা। প্রদর্শনী ম্যাচ তাঁকে ডাকা হলেও, ডাক পাননি সনি নর্ডি। তবে প্রাক বিশ্বকাপ ম্যাচের জন্য সনিকে ডাকা হতে পারে বলে জানালেন আভাস্কা। বলছিলেন, ‘‘নভেম্বরে কোস্তারিকা এবং জামাইকার বিরুদ্ধে আমাদের প্রাক বিশ্বকাপের ম্যাচ রয়েছে। সেই ম্যাচে সনিকেও ডাকা হবে বলে শুনেছি। জানি না ও কী করবে।’’

Advertisement

এ দিকে প্রদর্শনী ম্যাচ খেলে আভাস্কা ১৬ অক্টোবরের আগেই শহরে ফিরে আসবেন। কর্নেল গ্লেনও ১৬ অক্টোবর থেকেই সঞ্জয় সেনের প্র্যাকটিসে যোগ দেবেন বলে ক্লাব সূত্রের খবর।

মোহনবাগান বাংলাদেশের টুর্নামেন্ট খেলতে না গেলেও, ইস্টবেঙ্গল সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ভাবছে। তবে নিরাপত্তা সংক্রান্ত কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর সংশয়ে রয়েছে। সেখানে ইস্টবেঙ্গল কি ঝুঁকি নেবে? লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছিলেন, ‘‘আমরা ফেডারেশনের কাছে এ ব্যাপারে জানতে চাইব। ওদের মাধ্যমেই আমাদের কাছে প্রস্তাব এসেছে খেলার। ফেডারেশন নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করলে তবেই বাংলাদেশ যাব।’’ আই লিগের প্রস্তুতির জন্য পুজোর সময়ের এই টুর্নামেন্ট কাজে আসবে বলেই মনে করছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। তবে বাংলাদেশ যাওয়ার আগে কয়েক জন ফুটবলারকে নিতে চান লাল-হলুদ কোচ। কারণ, আইএসএল খেলতে টিমের বেশির ভাগ ফুটবলারই চলে গিয়েছেন। তবে আই লিগের মার্কি ফুটবলারের জন্য তাড়াহুড়ো করতে রাজি নন বিশ্বজিৎ। বরং আইএসএলে বিভিন্ন টিমের বিদেশি ফুটবলারদের খেলা দেখার পরই চতুর্থ বিদেশি নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। এ দিকে মোহনবাগান বাংলাদেশের টুর্নামেন্ট খেলতে যাচ্ছে না বলে মহমেডান সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার চেষ্টা করছে। ক্লাব সভাপতি সুলতান আহমেদ টুর্নামেন্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন