বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

আয়ারল্যান্ডের ভাগ্যে বাধ সাধল বৃষ্টি। মাস্ট উইন ম্যাচে ব্যাট করতেই নামতে পারল না তারা। এদিনের প্রথম ম্যাচও ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্য। আবার বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেল আয়ারল্যান্ড।

Advertisement
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ১৯:৫৩
Share:

আয়ারল্যান্ডের ভাগ্যে বাধ সাধল বৃষ্টি। মাস্ট উইন ম্যাচে ব্যাট করতেই নামতে পারল না তারা। এদিনের প্রথম ম্যাচও ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্য। আবার বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেল আয়ারল্যান্ড। বাংলাদেশের হাতে বাকি আর মাত্র একটি ম্যাচ। গ্রুপে সমান পয়েন্ট নিয়ে ওমানের সঙ্গে শীর্ষে থাকল বাংলাদেশ। রান রেটের দিক থেকে এগিয়ে অবশ্য বাংলাদেশই।

Advertisement

• খেলা শুরু করা গেল না বৃষ্টির জন্য। বাতিল হয়ে গেল ম্যাচ।

• ১৩ রান করে ক্রিজে রয়েছেন সাব্বির রহমান। তামিম আউট হওয়ার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়।

Advertisement

• বাংলাদেশ যদি আর ব্যাট করতে নামতে না পারে তাহলে আয়ারল্যান্ডের সামনে ১০৮ রানের লক্ষ্য থাকবে।

• খেলা আপাতত বন্ধ।

• আবার বৃষ্টি শুরু ধর্মশালায়। সঙ্গে বাজ।

• ৮ ওভারে বাংলাদেশ ৯৪/২।

• ডকরেলের বলে পোর্টারফিল্ডকে ক্যাচ দিয়ে ৪৭ রানে প্যাভেলিয়নে ফিরলেন তামিম ইকবাল।

• তামিম আউট।

• তামিমের আবার ছক্কা।

• ৬ ওভারে বাংলাদেশ ৮৪/১।

• ৫ ওভারে বাংলাদেশ ৮৩/১।

• ম্যাক ব্রাইনের বলে ও’ব্রায়ানকে ্ক্যাচ দিয়ে ২০ রান করে প্যাভেলিয়নে ফিরলেন সৌম্য।

• আউট সৌম্য সরকার।

• ম্যাক ব্রাইনের প্রথম ওভারেই ছক্কা হাঁকালেন তামিম।

• ও’ব্রায়ানের এক ওভারে সৌম্যর জোড়া বাউন্ডারি।

• ৪ ওভারে বাংলাদেশ ৫২/০।

• তামিমের ব্যাট থেকে এল জোড়া বাউন্ডারি।

• ৩ ওভারে বাংলাদেশ ৩৩/০।

• ছক্কা হাঁকালেন তামিম।

• ২ ওভারে বাংলাদেশ ২১/০।

• বাংলাদেশের হয়ে ব্যাট করছে তামিম ইকবাল ও সৌম্য সরকার।

খেলা শুরু।

বৃষ্টি আতঙ্ক কাটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচ শুরু হল। ১২ ওভারের ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের সামনে মাস্ট উইন ম্যাচ।

• ৯.০৫ মিনিট, টস জিতে বল করার সিদ্ধান্ত নিল আয়ারল্যান্ড।

• ৯.০৩ মিনিট, ১২ ওভারের ম্যাচ।

• ৮.৫০ মিনিট, আবার শুরু বৃষ্টি।

• ১৩ ওভারের ম্যাচ হবে।

• ৮.৪৮ মিনিট, ৯টায় টস হওয়ার কথা। ৯.১৫তে হয়তো শুরু হবে খেলা।

• ৮.৩৪ মিনিট, আউট ফিল্ড চিন্তায় রাখছে।

• ৮.৩০ মিনিট, ৮.৪৫ এ টস হতে পারে।

• ৮.২৮ মিনিট, মাঠে সুপার সপার চলছে।

• ৮.২০ মিনিট, মাঠের কভার আপাতত সরিয়ে নেওয়া হয়েছে।

• ৮.০৫ মিনিট, হয়তো খেলা শুরু হবে।

• ৮.০৩ মিনিট, পিচ কভার সরিয়ে নিলেও স্কয়ার এখনও ঢাকা রয়েছে।

• ৭.৫০ মিনিট, বৃষ্টি কমেছে বেশ কিছুক্ষণ আগেই। আকাশও পরিস্কার। আর বৃষ্টির হয়তো সম্ভবনা নেই।

• ৭.৪০ মিনিট পিচ শুকনোর কাজ চলছে।

• ৭.৩০ মিনিট, সরানো হয়েছে পিচ কভার।

• ৭.২৫ মিনিট, আপাতত বৃষ্টি কমেছে।

• ৭.১৫ মিনিট, ইতিমধ্যেই দুই দল স্টেডিয়ামে পৌঁছে গেলেও খেলা শুরু কখন হবে জানতে পারেনি। বৃষ্টি কমার অপেক্ষায়।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচ কখন শুরু হবে তা এখনও নিস্চিত করে বলা যাচ্ছে না। সকাল থেকেই চলছে বৃষ্টি। ৭.৩০ ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তা কখনও শুরু হবে সেটা মাঠ পরীক্ষার পরই জানা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন