football

নেমারকে নিতে এক টাকাও দিতে রাজি নয় বার্সা!

কেন নেমারের জন্য খরচ করতে চাইছে না বার্সা? মনে করা হচ্ছে, ব্রাজিলের তারকার অফ ফর্ম এবং চোটপ্রবণতার জন্যই তেমন আগ্রহ দেখাচ্ছে না তাঁর পুরনো ক্লাব।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৯ ১৬:৩২
Share:

নেমার কি এবার স্পেনের ক্লাবে? ছবি: এএফপি

প্যারিসের ক্লাব রাজি নয় নেমারকে রাখতে। তারা চাইছে ভারতীয় মুদ্রায় প্রায় ১৬০০ কোটি টাকাতে নেমারকে বিক্রি করতে। তাতেও তাঁদের প্রায় ১৭৬ কোটি টাকা ক্ষতি হবে। কিন্তু নেমারকে বার্সালোনাতে আনতে একটি টাকাও খরচ করতে রাজি নয় কাতালান ক্লাব। তারা নেমারকে নেওয়ার বদলে অন্য কোনও প্লেয়ার দিতে রাজি আছে, কিন্তু টাকা খরচ করতে রাজি নয়।

Advertisement

কেন নেমারের জন্য খরচ করতে চাইছে না বার্সা? মনে করা হচ্ছে, ব্রাজিলের তারকার অফ ফর্ম এবং চোটপ্রবণতার জন্যই তেমন আগ্রহ দেখাচ্ছে না তাঁর পুরনো ক্লাব।

আরও পড়ুন: মেসির ফ্রি কিকের কাছে হেরে গেলেন রোনাল্ডো, দেখে নিন সেই ভিডিয়ো​

Advertisement

তবে ব্রাজিলিয়ান তারকাকে নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে রিয়াল মাদ্রিদও। ফলে সামনের মরশুমে স্পেনের কোনও এক দলে নেমারকে দেখতে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। ফ্রান্সের ক্লাব নেমারকে রাখতে আর রাজি নয়। তাই ক্লাব ছাড়ার ব্যাপারে মনঃস্থির করেছেন তিনি। কিছু দিনের মধ্যেই জানা যাবে কোন ক্লাবের জার্সি দেখা যাবে নেমারের গায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement