লা লিগায় ড্র বার্সার

এস্প্যানলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে প্রথম একাদশে লিওনেল মেসি-কে না রেখেই দল নামিয়েছিলেন ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০৯
Share:

হতাশ: এস্প্যানলের বিরুদ্ধে গোল পেলেন না মেসি। শেষ পর্যন্ত পিকের গোলে হার বাঁচিয়ে বার্সেলোনার ড্র লা লিগায়। ছবি: গেটি ইমেজেস

বার্সেলোনা ১ : এস্প্যানল ১

Advertisement

এস্প্যানলকে হারিয়ে লা লিগায় ডার্বি জয়ের স্বপ্ন রবিবার রাতে অধরাই থাকল বার্সেলোনার।

এস্প্যানলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে প্রথম একাদশে লিওনেল মেসি-কে না রেখেই দল নামিয়েছিলেন ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে। শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন লুইস সুয়ারেস, ফিলিপে কুটিনহো-রা। যদিও প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয়।

Advertisement

বৃষ্টিস্নাত ম্যাচে জয়ের লক্ষ্যে মরিয়া বার্সেলোনা ম্যানেজার ৫৯ মিনিটে পাকো আলকাসার-কে তুলে নামান মেসিকে। আর্জেন্তিনা অধিনায়ক মাঠে নামার সাত মিনিটের মধ্যেই গতির বিরুদ্ধে গোল করে জেরার মোরেনো এগিয়ে দেন এস্প্যানলকে। ৮২ মিনিটে মেসির পাস থেকে গোল করে হার বাঁচালেন জেরার পিকে। ম্যাচের পর পিকে-র উচ্ছ্বসিত প্রশংসা করে বার্সা ম্যানেজার বলেছেন, ‘‘পিকে অসাধারণ। এই ম্যাচে ও অনেক বেশি দায়িত্ব নিয়েছিল।’’ এস্প্যানলের বিরুদ্ধে ড্র করলেও লা লিগা টেবলের শীর্ষেই বার্সেলোনা। ভালভার্দে বলেছেন, ‘‘পরপর অনেকগুলো ম্যাচ আছে। আমাদের আরও সতর্ক হতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন