পাঁচ গোলে জিতে শেষ আটে বার্সেলোনা

বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে প্রথম লেগে সেল্টা ভিগোর বিরুদ্ধে মেসি-কে বিশ্রাম দিয়েছিলেন। জোসে আরনিয়াজের গোলে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ০৪:০১
Share:

যুগলবন্দি: কোপা দেল রে-তে সেল্টা ভিগোর বিরুদ্ধে জোড়া গোল করার পরে জর্ডি আলবার সঙ্গে উচ্ছ্বসিত লিওনেল মেসি। ছবি: এএফপি

বিধ্বংসী লিওনেল মেসি। সেল্টা ভিগো-কে পাঁচ গোলে চূর্ণ করে কোপা দেল রে ট্রফির শেষ আটে বার্সেলোনা।

Advertisement

বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে প্রথম লেগে সেল্টা ভিগোর বিরুদ্ধে মেসি-কে বিশ্রাম দিয়েছিলেন। জোসে আরনিয়াজের গোলে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া হয়েছিল। ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছিলেন লুইস সুয়ারেস-রা। বৃহস্পতিবার ক্যাম্প ন্যু-তে মেসি ফিরতেই ভয়ঙ্কর বার্সেলোনা। ৫৯ মিনিট মাঠে ছিলেন তিনি। নিজে দু’টো গোল করেছেন। সুয়ারেস ও জর্ভি আলবা-কে দিয়ে গোল করিয়েছেন।

মেসি প্রথম গোল করেন ১৩ মিনিটে। জর্ডি আলবার পাস থেকে। দু’মিনিটের মধ্যে ফের আলবার পাস থেকেই দ্বিতীয় গোল করেন। আবার ২৮ মিনিটে আলবা গোল করেন মেসির পাস থেকেই। আর্জেন্তিনা অধিনায়ক ৩৩ মিনিটে গোল করান সুয়ারেস-কে দিয়ে। মেসি, সুয়ারেস, জর্ডি— ত্রিফলার আক্রমণে প্রথমার্ধেই ০-৪ পিছিয়ে পড়ে সেল্টা ভিগো। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ৫-০ করেন ইভান রাকিতিচ।

Advertisement

ম্যাচের পর মেসিকে নিয়ে উচ্ছ্বসিত জর্ডি বলেছেন, ‘‘মেসি আমাদের দলের অমূল্য সম্পদ। ওর সঙ্গে আমার বোঝাপড়া দুর্দান্ত। আমরা সব সময়ই একে অপরকে ভাল পাস দেওয়ার চেষ্টা করি।’’

দুরন্ত জয়ের পরেও বার্সেলোনা ম্যানেজার খুব একটা স্বস্তিতে ছিলেন না। তিনি চিন্তিত ছিলেন কোয়ার্টার ফাইনালের ড্র নিয়ে। চব্বিশ ঘণ্টা আগে নুমেন্সিয়ার বিরুদ্ধে ড্র করেও গোল পার্থক্যে শেষ আটে পৌঁছে গিয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ আটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-দের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ভালভার্দে উদ্বেগ গোপনও করেননি। তিনি বলেছিলেন, ‘‘শেষ আটে প্রতিপক্ষ হিসেবে রিয়ালকে চাই না। ওদের বিরুদ্ধে পরে খেলতে চাই।’’ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ এস্প্যানিয়ল। রিয়াল মাদ্রিদ খেলবে লেগানেসের বিরুদ্ধে।

প্রথমার্ধে চার গোলে এগিয়ে যাওয়ার পরে আর ঝুঁকি নেননি ভালভার্দে। চোট সারিয়ে ফিট হয়ে ওঠা ওসমানু দেম্বেলেকে নামান মেসির পরিবর্তে। ভালভার্দে বলেছেন, ‘‘মানিয়ে নেওয়ার জন্য দেম্বেলেকে একটু সময় দিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন