নেমারের বোনাস আটকে দিল বার্সা

নেমার নিজেই দুবাই যাওয়ার কথা জানিয়ছেন ইনস্টাগ্রামে। বন্ধুদের সঙ্গে দুবাইয়ে মধ্যাহ্নভোজ সারার ছবি ছাড়াও একটি ভিডিও পোস্ট করেন তিনি। দুবাইয়ে প্যারিস সঁ জরমঁ-এর প্রেসিডেন্ট নাসর আল-খালেফির সঙ্গে তাঁর দেখা করার কথা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ০৪:৪১
Share:

রাগ: ‘বিশ্বাসঘাতক’ নেমার। পোস্টার পড়ল কাম্প ন্যুতে। টুইটার

দুবাই পৌঁছে গেলেন নেমার জুনিয়র। কিন্তু এর পরে কোথায় যাবেন ব্রাজিলীয় মহাতারকা? প্যারিস না বার্সেলোনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। যবে থেকে সাওপাওলোর ওয়ান্ডারকিডের প্যারিস সঁ জরমঁ-এ রেকর্ড অর্থে সই করার জল্পনা শুরু হয়েছে, ফুটবল বিশ্বের যাবতীয় আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন নেমার। তিনি নিজে পরিষ্কার করে কিছু জানাচ্ছেন না বলে তাঁর কেরিয়ারের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে রহস্য আরও গভীর হয়ে চলেছে।

Advertisement

নেমার নিজেই দুবাই যাওয়ার কথা জানিয়ছেন ইনস্টাগ্রামে। বন্ধুদের সঙ্গে দুবাইয়ে মধ্যাহ্নভোজ সারার ছবি ছাড়াও একটি ভিডিও পোস্ট করেন তিনি। দুবাইয়ে প্যারিস সঁ জরমঁ-এর প্রেসিডেন্ট নাসর আল-খালেফির সঙ্গে তাঁর দেখা করার কথা।

ফরাসি এবং দুবাইয়ের মিডিয়ার জল্পনা, নেমার খুব দ্রুত সই করে ফেলছেন প্যারিস সঁ জরমঁ-এ। ফরাসি সংবাদমাধ্যম তো এ রকমও জানাচ্ছে যে, কাতারে মেডিক্যাল পরীক্ষা হওয়ার পরে দ্রুত তিনি প্যারিসে উড়ে যাবেন। তবে বার্সেলোনা তা মানতে চাইছে না। মেসিদের ক্লাব এর মধ্যে মোক্ষম একটা চালও দিয়েছে। নেমারের সঙ্গে বার্সার চুক্তির শর্ত অনুযায়ী ২৬ মিলিয়ন ইউরো বোনাস পাওয়ার কথা তাঁর। সেই বোনাস আটকে দিয়েছে বার্সেলোনা। নেমার যদি প্যারিস সঁ জরমঁ-এ সই করেন তা হলে বোনাস পাবেন না। কেন না, চুক্তির শর্ত অনুযায়ী নেমারকে নাকি বোনাস পেতে হলে বার্সেলোনায় পাঁচ বছর খেলতে হবে। মানে আরও এক বছর বার্সেলোনায় থাকতে হবে। বার্সার এই চালে বেজায় খেপেছেন নেমার সিনিয়র। ব্রাজিলের মিডিয়ায় তিনি বলেছেন, বার্সার এ ভাবে টাকা আটকে রাখার কোনও যুক্তি নেই।

Advertisement

ক্ষুব্ধ বার্সেলোনার সমর্থকরাও। ইতিমধ্যেই কাতালান দলের সমর্থকদের কাম্প ন্যু-তে নেমারের ছবি-সহ ‘বিশ্বাসঘাতক’, ‘ভাড়াটে সৈন্য’ বলে পোস্টারও পড়েছে। কেউ কেউ লিখেছেন, ‘ভাড়াটে সৈন্য চাই না বার্সেলোনার, জার্সিটাকে ভালবাসে এমন ফুটবলার চাই’ আমাদের। নেমার মুখে কিছু না বললেও তাঁর সোশ্যাল মিডিয়ায় বাইবেল থেকে পোস্ট করা লাইন নিয়ে হইচই উঠেছে। বলা হচ্ছে, নেমারের ইঙ্গিত তিনি প্যারিস সঁ জরমঁ-এই সই করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন