আজ থেকে শুরু ইউরোপ সেরার যুদ্ধ

প্রায়শ্চিত্তের যুদ্ধে মেসির দিকে তাকিয়ে বার্সেলোনা

আলাভেজের বিরুদ্ধে হারের পর আটচল্লিশ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ড জুড়ে অস্বস্তির রেশ এখনও কাটেনি। হাসি ঠাট্টার বদলে নেইমার-মেসির মুখে যেন হতাশার ছাপ। সুয়ারেজ আপনমনে ওয়ার্ম আপ করছেন এক কোণে। লুইস এনরিকে আজ আর স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৩
Share:

ছোট ছেলের জন্মদিনের পার্টি সেরে প্র্যাকটিসে নেমে পড়লেন মেসি। ছবি টুইটার

আলাভেজের বিরুদ্ধে হারের পর আটচল্লিশ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ড জুড়ে অস্বস্তির রেশ এখনও কাটেনি। হাসি ঠাট্টার বদলে নেইমার-মেসির মুখে যেন হতাশার ছাপ। সুয়ারেজ আপনমনে ওয়ার্ম আপ করছেন এক কোণে। লুইস এনরিকে আজ আর স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছেন না। বরং কোনও আদর্শ মেন্টরের মতোই ফুটবলারদের বোঝাতে চাইছেন, ঠেকেই সবাই শেখে।

Advertisement

বার্সার মহাতারকাদের সামনে তো ঠেকেই শেখার পরীক্ষা। আলাভেজের বিরুদ্ধে বিপর্যয় কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ। প্রমাণ করার, শনিবার রাতটা ‘ফ্লুক’ ছিল। এখনও বার্সার ক্ষমতা আছে ইউরোপ শাসন করার। এখনও ন্যু কাম্পের ক্ষমতা আছে তাবড় তাবড় দলগুলোকে আটকে দেওয়ার। মঙ্গলবার রাতে সেই প্রায়শ্চিত্তের লড়াইয়ে নামছে এমএসএন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে। যেখানে গ্রুপের প্রথম ম্যাচেই বার্সার প্রতিপক্ষ সেল্টিক।

ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে অবশ্য ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়লেন এনরিকে। ট্রেনিং শুরুর আগেই মেসি-সুয়ারেজদের নিয়ে টিম মিটিং করেন বার্সার স্প্যানিশ কোচ। যেখানে এনরিকে বলেন, একটা দুটো হার মরসুমে হয়েই থাকে। ভেঙে পড়লে চলবে না। বরং লড়াই করতে হবে পরিস্থিতির সঙ্গে। ভাবতে হবে কী এমন হল যে কারণে হারতে হল।

Advertisement

বার্সা কোচের পেপ-টকের পরে গোটা দলই ট্রেনিং নেমে পড়ে। মেসি থেকে সুয়ারেজ। ইনিয়েস্তা থেকে টের স্টেগেন। চোটের কোনও সমস্যা নেই বার্সা শিবিরে। খাতায়কলমে বার্সা ফেভারিট হলেও সেল্টিককে হাল্কা ভাবে নিচ্ছেন না এনরিকে। ‘‘প্রাক্ মরসুমেও সেল্টিকের সঙ্গে খেলেছিলাম। ওরা খুব ভাল খেলেছিল ম্যাচটায়। সে রকমই একটা কঠিন ম্যাচ আশা করছি,’’ বলছেন বার্সা কোচ।

বার্সা যেখানে লিগে হোঁচট খেয়েছে, সেল্টিকের জন্য ছবিটা ছিল সম্পূর্ণ উল্টো। ওল্ড ফার্ম ডার্বিতে রেঞ্জার্সকে ৫-১ উড়িয়েছে সেল্টিক। এনরিকে তাই তো আগেভাগেই দলকে সতর্ক করছেন, নির্দিষ্ট প্ল্যানিং ছাড়া খেললে আলাভেজের মতো অবস্থা হতে পারে। ‘‘আমাদের সব কিছু নিঁখুত ভাবে করতে হবে। গতি রেখে খেলতে হবে। আলাভেজের বিরুদ্ধে হারের থেকে শিখতে হবে,’’ বলছেন এনরিকে।

বার্সা বনাম সেল্টিক মানে আবার সুয়ারেজ বনাম ব্রেন্ডন রজার্স। যে জুটি এক সময় লিভারপুলকে প্রায় প্রিমিয়ার লিগ জিতিয়ে দিচ্ছিল। এনরিকে বলছেন, ‘‘ব্রেন্ডন রজার্সের কোচিং ভাল লাগে। ও এসে পুরো সেল্টিককে পাল্টে দিয়েছে।’’

প্রশ্ন হচ্ছে, লিওনেল মেসি কি প্রথম থেকে শুরু করতে পারবেন? নাকি আলাভেজের মতো রিজার্ভে বসেই শুরু করতে হবে? এনরিকে সরাসরি কিছু বলেননি। তবে বলেছেন, ‘‘আমার সব প্লেয়ার ফিট আছে। টের স্টেগেনের একটু সমস্যা ছিল। কিন্তু ও পুরো ট্রেনিং করেছে।’’ ইয়র্দি আলবা আবার ঘুরিয়ে বললেন, হয়তো সেল্টিককে হারাতে শুরুর থেকেই মেসি-ম্যাজিকের সাহায্য নিতে হবে দলকে। ‘‘এতে কোনও সন্দেহ নেই মেসি দলে থাকা মানে আমরা আরও বেশি আত্মবিশ্বাস পাই,’’ বলছেন বার্সা ফুলব্যাক।

সেল্টিক ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে অবশ্য হাল্কা মেজাজেই দেখা যায় বার্সা মহাতারকাদের। সোমবার ট্রেনিংয়ে নামার আগে লিওনেল মেসি ব্যস্ত ছিলেন তাঁর ছোট ছেলে মাতেওর জন্মদিন পার্টিতে। নিজের সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টে যার ছবি পোস্ট করেন বান্ধবী আন্তোনেলা রোকুজ্জো।

নেইমার আবার প্রমাণ করলেন তাঁর প্রতিভা শুধু মাত্র ফুটবল মাঠেই আটকে নেই। নিজের প্রথম সোলো গান লঞ্চ করতে চলেছেন ওয়ান্ডারকিড। যে কারণে পিয়ানো বাজানোও শিখছেন তিনি।

বার্সার ঘুরে দাঁড়ানোর লড়াই ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের মেন্যুতে থাকছে আরও দুই ধুন্ধুমার লড়াই। ঘরের মাঠে প্যারিস সাঁ জাঁ মুখোমুখি হচ্ছে আর্সেনালের। যে ম্যাচের আগে আর্সেন ওয়েঙ্গার জানিয়ে দিয়েছেন সর্বশক্তি নিয়ে নামছে তাঁর দল। অলিভিয়ার জিরুঁ থেকে মেসুট ওজিল। কাউকে বাদ দেবেন না প্রথম একাদশ থেকে।

আর এক ম্যাচে পেপ গুয়ার্দিওলার ইউরোপিয়ান সফর শুরু হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটির কোচ হিসেবে। যাঁর সামনে জার্মানির বরুসিয়া মোনশেনগ্ল্যাডবাখ।

শনিবার প্রতিবেশীদের বিরুদ্ধে ছবির মতো ফুটবল উপহার দিলেও, গুয়ার্দিওলা জানিয়েছেন ইউরোপে ভাল করতে হলে আরও উন্নতি করতে হবে ম্যান সিটিকে। ‘‘আমরা এখনও তৈরি নই পুরোপুরি। সিটিকে আরও উন্নতি করতে হবে। বুঝতে হবে, চ্যাম্পিয়ন্স লিগ সম্পূর্ণ অন্য একটা জিনিস,’’ বলছেন গুয়ার্দিওলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন