মেসি বনাম রোনাল্ডো, কে শেষ হাসি হাসবেন আজ?

শনিবার মধ্যরাতের বিশ্ব ফুটবলের লড়াইয়ের আগের আবহাওয়া তৈরি করে দিয়ে গেল ভারতের সর্বকালের সেরা ডার্বি। যেখানে মোহনবাগানকে ১-২ গোলে হারিয়ে আই লিগের দ্বিতীয় ডার্বি জিতে নিয়ে ইস্টবেঙ্গল ফিরে এল লিগের দৌড়ে। ঠিক যেখানে শেষ হল ইস্ট-মোহনের লড়াই, সেখান থেকেই শুরু হয়ে গেল বিশ্ব ক্লাব ফুটবলের সব থেকে বড় ম্যাচের কাউন্টডাউন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ২০:৫৮
Share:

শনিবার মধ্যরাতের বিশ্ব ফুটবলের লড়াইয়ের আগের আবহাওয়া তৈরি করে দিয়ে গেল ভারতের সর্বকালের সেরা ডার্বি। যেখানে মোহনবাগানকে ১-২ গোলে হারিয়ে আই লিগের দ্বিতীয় ডার্বি জিতে নিয়ে ইস্টবেঙ্গল ফিরে এল লিগের দৌড়ে। ঠিক যেখানে শেষ হল ইস্ট-মোহনের লড়াই, সেখান থেকেই শুরু হয়ে গেল বিশ্ব ক্লাব ফুটবলের সব থেকে বড় ম্যাচের কাউন্টডাউন।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত সাড়ে বারোটায় কোন লড়াইয়ের অপেক্ষায় আপামর ফুটবল বিশ্ব। একি শুধু বিশ্বের সেরা দুই ফুটবল স্ট্রাইকারের মুখোমুখি হওয়ার রাত। নাকি ফুটবল ইতিহাসে নতুন দিগন্ত লেখার লড়াই। আজ এল ক্লাসিকো। এল ক্লাসিকো মানে বার্সেলোনা বনাম রিয়েল মাদ্রিদ নয়। এল ক্লাসিকো মানে মেসি বনাম রোনাল্ডোও। লা লিগার প্রথম লেগের এল ক্লাসিকোয় রিয়েল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। এবার তাই রোনাল্ডোর সামনে শুধু সন্মান বাঁচানোর লড়াই নয়, লা লিগার লড়াইয়ে টিকে থাকতে হলে জিততে হবে এই ম্যাচ। যদিও লা লিগার হিসেব বলছে এখনও পর্যন্ত ২৮টি গোল করে মেসিকে ছাপিয়ে ওপরেই আছেন রোনাল্ডো। মেসির গোল সেখানে ২২। যদিও মেসির সতীর্থ লুইস সুয়ারেজের গোলের সংখ্যা ২৬। নেইমারও রয়েছেন ২১ গোলে। বার্সেলোনার এই তিন ফরোয়ার্ডই হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের ত্রাস। সে সামনে যতই থাক রোনাল্ডো। রিয়েল মাদ্রিদে তিনি ওয়ানম্যান শো। বেঞ্জেমা বেল কিন্তু নেইমার বা সুয়ারেজকে হয়ে উঠতে পারেননি রোনাল্ডোর পাশে। তাই এখন দেখার মেসি সুয়ারেজ বা নেইমারকে কতটা আটকাতে সমর্থ হন। রামোস-রাফায়েল-দানিলোরা রোনাল্ডোকে আটকানোর দায়িত্ব থাকবে কিন্তু থাকবে সেই দানি আলবেজের উপরেই। শেষ হাসি কে হাসবে মেসি না রোনাল্ডো তার জন্য আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন