অবসর নিলেন জার্মান ‘হৃদয়’

ইউরো সেমিফাইনালে হারের তিন সপ্তাহ কাটতে না কাটতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করে দিলেন জার্মানির অধিনায়ক বাস্তিয়ান সোয়াইনস্টাইগার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৬ ০৩:৩৩
Share:

ইউরো সেমিফাইনালে হারের তিন সপ্তাহ কাটতে না কাটতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করে দিলেন জার্মানির অধিনায়ক বাস্তিয়ান সোয়াইনস্টাইগার।

Advertisement

‘‘জার্মানির প্রিয় ভক্তরা, এইমাত্র জাতীয় কোচকে বললাম জাতীয় দলে আমাকে আর না ভাবতে। কারণ আমি অবসর নিতে চাই,’’ টুইটারে এ দিন পোস্ট করেন একত্রিশ বছরের বাস্তিয়ান। ২০০৪ জুনে দেশের হয়ে অভিষেকের পরে যিনি জার্মান জার্সিতে ১২০টা ম্যাচ খেলেছেন। দেশের হয়ে ২৪টা গোল আছে তাঁর।

২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বাস্তিয়ান। জার্মান দলের ‘হৃদয়’ হিসেবে অভিহিত হতেন প্রভাবশালী মিডফিল্ডার। বিশ্বকাপের পরে ফিলিপ লাম অবসর নিলে বাস্তিয়ান জাতীয় অধিনায়ক হন। যে ক’টা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন বাস্তিয়ান, সব ক’টার সেমিফাইনাল পর্যন্ত অন্তত পৌঁছেছেন। এর মধ্যে রয়েছে দু’বার বিশ্বকাপে তৃতীয় স্থান এবং ২০০৮ ইউরোয় রানার্স।

Advertisement

‘‘দেশের হয়ে এমন সব মুহূর্ত উপভোগ করেছি যা অসাধারণ সুন্দর এবং সফল। কোচ জোয়াকিম লো জানতেন ইউরো জয় আমার কাছে কত গুরুত্বপূর্ণ। ১৯৯৬-এর পর এই ট্রফি জার্মানি পায়নি। ইউরো জেতাটা আমার জেদ ছিল। কিন্তু পারিনি এবং সেটা মেনেও নিয়েছি। ২০১৪ বিশ্বকাপ জয়টা ঐতিহাসিক ছিল। আমার জীবনে ও রকম মুহূর্ত আর আসবে না। পরের বিশ্বকাপের জন্য টিমের প্রতি শুভেচ্ছা থাকল,’’ বলেছেন বাস্তিয়ান। বায়ার্ন মিউনিখের প্রাক্তন মিডফিল্ডার এখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement