Nidahas Trophy

ত্রিদেশীয় সিরিজে নেই বিরাট, রয়েছে আরও চমক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে এখনও দেশে ফেরেনি টিম ইন্ডিয়া, এর মধ্যেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করে দিল বিসিসিআই। মার্চ থেকে শুরু হবে এই সিরিজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:১০
Share:

আসন্ন ত্রিদেশীয় সিরিজে বিরাট কোহালিকে ছাড়াই নামতে হবে টিম ইন্ডিয়াকে। ছবি: এএফপি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে এখনও দেশে ফেরেনি টিম ইন্ডিয়া, এর মধ্যেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করে দিল বিসিসিআই। মার্চ থেকে শুরু হবে এই সিরিজ।

Advertisement

তবে, নিদাহাস ট্রফির জন্য যে দল বিসিসিআই বেছেছে তাতে চমক রয়েছে বেশ কিছু। আসন্ন টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক বিরাট কোহালিকে। বিরাটের পরিবর্তে এই টুর্নামেন্টে অধিনায়কের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা। সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শিখর ধবনকে।

শুধু একা কোহালিই নন, বিশ্রাম দেওয়া হয়েছে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকেও। ধোনি এবং কোহালির পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব এবং হার্দিক পাণ্ড্যকেও। লাগাতার ম্যাচে যাতে ক্লান্তি না আসে সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ।

Advertisement

তবে, দলের নিয়মিত ক্রিকেটারদের বিশ্রামে পাঠানোয় জাতীয় দলের দরজা খুলে গিয়েছে অনেক তরুণ ক্রিকেটারের কাছে। কুলদীপ-বুমরা-ভুবিদের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন দীপক হুদা, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, মহম্মদ সিরাজ। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থও।

আরও পড়ুন: পিঠে চোট পেয়ে বাইরে বিরাট, দাবি গুরুতর নয়

আরও পড়ুন: মিতালি, রুমেলির দাপটে ইতিহাস

৬ মার্চ নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কা ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ১৮ মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল।

ভারত: রোহিত শর্মা(অধিনায়ক), শিখর ধবন(সহ অধিনায়ক), কেএল রাহুল, সুরেশ রায়না, মনীশ পাণ্ড্য, দীনেশ কার্তিক(উইকেটরক্ষক), দীপক হুদা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, বিজয় শঙ্কর, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকট, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ(উইকেটরক্ষক)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন