—প্রতীকী চিত্র।
পথদুর্ঘটনায় মৃত এক, গুরুতর আহত এক। বুধবার দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার চন্দ্রকোনা রোডের রাঙামাটি এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত ছবিলা মণ্ডল গড়বেতা থানা অন্তর্গত মেটাডহর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, বুধবার বিকাল বেলায় স্বামী সামেদ মণ্ডলের বাইকে চেপে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ছবিলা। জাতীয় সড়কের কাছে উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক মুখোমুখি ধাক্কা মারে বাইকে। রাস্তায় ছিটকে পড়েন দম্পতি। ট্রাকটি পিষে দেয় ছবিলা মণ্ডলকে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাহায্যের জন্য ছুটে আসেন। দুর্ঘটনাস্থলে পৌঁছোয় গড়বেতা থানার পুলিশ। তারা ছবিলা মণ্ডলকে নিয়ে স্থানীয় দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ।
ঘাতক ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে গড়বেতা থানার পুলিশ।