Road Accident

চন্দ্রকোনা রোডে জাতীয় সড়কে পথদুর্ঘটনা, মৃত্যু হল বাইক আরোহীর, আহত ১

পুলিশ সূত্রে খবর, বুধবার বিকাল বেলায় স্বামী সামেদ মণ্ডলের বাইকে চেপে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ছবিলা মণ্ডল। জাতীয় সড়কের কাছে উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক মুখোমুখি ধাক্কা মারে বাইকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০০:৪৭
Share:

—প্রতীকী চিত্র।

পথদুর্ঘটনায় মৃত এক, গুরুতর আহত এক। বুধবার দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার চন্দ্রকোনা রোডের রাঙামাটি এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত ছবিলা মণ্ডল গড়বেতা থানা অন্তর্গত মেটাডহর এলাকার বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার বিকাল বেলায় স্বামী সামেদ মণ্ডলের বাইকে চেপে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ছবিলা। জাতীয় সড়কের কাছে উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক মুখোমুখি ধাক্কা মারে বাইকে। রাস্তায় ছিটকে পড়েন দম্পতি। ট্রাকটি পিষে দেয় ছবিলা মণ্ডলকে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাহায্যের জন্য ছুটে আসেন। দুর্ঘটনাস্থলে পৌঁছোয় গড়বেতা থানার পুলিশ। তারা ছবিলা মণ্ডলকে নিয়ে স্থানীয় দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ।

ঘাতক ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে গড়বেতা থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement