দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেবানোর কাজ শুরু করে। — নিজস্ব চিত্র।
মঙ্গলবার বিকেলে মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালক) হাইস্কুলে আগুন লাগে। একতলার হেরিটেজ ভবনের যে অংশে বিদ্যালয়ের মাল্টিজিম রয়েছে, সেখানেই আগুন লাগার ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরীক্ষা চলায় কোনও পড়ুয়া ওই দিকে যেতে পারেনি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে তারা। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেবানোর কাজ শুরু করে।ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও, দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
স্কুলের প্রধানশিক্ষক অরূপ ভুঁইয়া বলেন, “অন্য ভবনে পরীক্ষা চলছিল। হঠাৎ ধোঁয়া দেখে খবর আসে। প্রথমে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা জল দিয়ে নেবানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি। পরে দমকল এসে আগুন নেবায়। জিমের কিছুটা ক্ষতি হয়েছে। কী ভাবে আগুন লাগল তার তদন্ত হলে বোঝা যাবে।”
খবর পেয়ে স্কুলে পৌঁছোন স্থানীয় কাউন্সিলর (৯ নম্বর ওয়ার্ডের) তথা বিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ বসু। তিনি বলেন, “ঠিক কী ভাবে আগুন লেগেছে, এখনও বোঝা যায়নি। তবে দ্রুত দমকল পৌঁছে যাওয়ায় আগুন মাল্টিজিমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মাল্টিজিমের বিভিন্ন যন্ত্রাংশ ও সাজসরঞ্জাম পুড়ে গিয়েছে। তবে, স্কুল ছুটি হয়ে যাওয়ায় পড়ুয়ারা ছিল না। শিক্ষকেরা ছিলেন। আমিও খরব পেয়ে ছুটে এসেছি।”