India v Sri Lanka

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলে কারা সুযোগ পেলেন?

ঘরে মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। এক ঝলকে জেনে নিন কারা সুযোগ পেল ভারতীয় দলে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ১৭:০৫
Share:
০১ ১৫

মুরলী বিজয়: ৫১টি টেস্টে বিজয়ের রান ৩৪০৮।

০২ ১৫

শিখর ধবন: ২৬টি ম্যাচ খেলে শিখরের রান ১৮২২।

Advertisement
০৩ ১৫

চেতেশ্বর পূজারা: ৫১ টেস্টে পূজারার মোট রান ৪১০৭।

০৪ ১৫

অজিঙ্ক রাহানে: ৪০ টেস্টে অজিঙ্কর রান ২৮০৯।

০৫ ১৫

কেএল রাহুল: ১৯ টেস্টে রাহুলের মোট রান ১৩৪২।

০৬ ১৫

বিরাট কোহালি: ৬০টি ম্যাচ খেলে কোহালির টেস্ট রান ৪৬৫৮।

০৭ ১৫

ঋদ্ধিমান সাহা: ভারতীয় টেস্ট দলে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বাংলার ঋদ্ধিমান। ২৮টি টেস্ট ঋদ্ধির নাম ১১১২।

০৮ ১৫

রবীন্দ্র জাডেজা: ৩২টি টেস্ট খেলে জাডেজার রান ১১৩৬ এবং উইকেট ১৫৫।

০৯ ১৫

হার্দিক পাণ্ড্য: ৩টি টেস্টে হার্দিকের রান ১৭৮ এবং উইকেট ৪টি।

১০ ১৫

রবিচন্দ্রন অশ্বিন: বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বহু বার ভারতীয় দলকে ভরসা জুগিয়েছেন অশ্বিন। ৫২টি টেস্টে অশ্বিনের রান ২০৩৫ এবং উইকেট ২৯২।

১১ ১৫

কুলদীপ যাদব: দেশের জার্সি গায়ে সবে মাত্র ২টি টেস্ট খেলেছেন কুলদীপ। ২টি টেস্ট উইকেট ৯টি।

১২ ১৫

ভুবনেশ্বর কুমার: ১৮টি টেস্টে ভুবির রান ৪৩০ এবং উইকেট ৪৫টি।

১৩ ১৫

মহম্মদ সামি: ২৫টি টেস্টে সামির উইকেট ৮৬টি এবং রান ২৭০।

১৪ ১৫

ইশান্ত শর্মা: ৭৭টি টেস্টে ইশান্ত শর্মার উইকেট ২১৮।

১৫ ১৫

উমেশ যাদব: ৩৪ টেস্টে উমেশের উইকেট ৯৪টি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement