Sports News

এ বার ‘পে হাইক’এর দাবি নির্বাচকদের, বিসিসিআই-এর কাছে গেল আবেদন

এই মুহূর্তে জাতীয় সিনিয়র দলের নির্বাচকদের মরসুম প্রতি মাইনে ৬০ লাখ করে। সেখানে জুনিয়র প্যানেল সদস্যরা পান ৪০ লাখ। ২০১২ থেকেই চলছে এই একই মাইনে। কোনও পরিবর্তন হয়নি। বিসিসিআই-এর পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ১৯:১৮
Share:

জাতীয় নির্বাচকরাও এ বার ‘পে হাইক’এর পথে হাঁটল। এই নিয়ে কম আলোচনা হয়নি। প্লেয়ার থেকে সাপোর্ট স্টাফ সকলেই এমন দাবিতে সরব হয়েছে সাম্প্রতিক অতীতে। তার ফলও পেয়েছে হাতেনাতে। প্রচুর টাকার বৃদ্ধি হয়েছে সকলের। সেই পথে হেঁটেই এ বার বিসিসিআই-এর কাছে আবেদন জানাল নির্বাচকরা। সেই তালিকায় রয়েছেন জাতীয় সিনিয়র ও জুনিয়র দলের নির্বাচকরা। তার আগেই বিসিসিআই জানিয়েছিল তাঁরা ডোমেস্টিক ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালদের মাইনে বাড়ানোর কথা ভাবনা-চিন্তা করছে। তার পরই নিজেদের দাবির কথা বিসিসিআইকে জানান নির্বাচকরা।

Advertisement

আরও খবর

রানের পাহাড়ের সামনে অশ্বিন দাপটে শুরুতেই চাপে শ্রীলঙ্কা

Advertisement

বিরাট পাশে ছিল: কে এল রাহুল

এই মুহূর্তে জাতীয় সিনিয়র দলের নির্বাচকদের মরসুম প্রতি মাইনে ৬০ লাখ করে। সেখানে জুনিয়র প্যানেল সদস্যরা পান ৪০ লাখ। ২০১২ থেকেই চলছে এই একই মাইনে। কোনও পরিবর্তন হয়নি। বিসিসিআই-এর পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, নির্বাচকদের তরফে বেশ কিছু আবেদন তারা পেয়েছেন। তার মধ্যে এটাও রয়েছে, নির্বাচক কমিটির চেয়ারম্যানের প্রাপ্য মূল্য বাকি সদস্যদের থেকে যেন বেশি হয়। এতদিন তা সমান সমানই ছিল। এমনই নাকি আবেদন এসেছে যেখানে চেয়ারম্যানের প্রাপ্য মূল্য ১কোটি ২০ লাখ করার কথা বলা হয়েছে। যা খবর বিসিসিআই ৩০-৩৫ শতাংশ বাড়ানোর কথা ভাবছে। নির্বাচকদের এই দাবিকে যোগ্য সম্মানও দিতে চাইছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement