সাদা যুগ পেরিয়ে টেস্টের রঙিন যাত্রা শুরু ভারতের মাটিতে

বদলে যাচ্ছে ইতিহাস। টেস্ট মানেই সাদা জার্সি। দিনের আলো। সেই সাবেক ক্রিকেটে এবার রাতের থাবা। টেস্ট ক্রিকেট শুধু আর দিনের নয়। রাতেও হয়েছে পাঁচ দিনের ক্রিকেট ম্যাচ। এবার ভারতেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ১৮:১৫
Share:

বদলে যাচ্ছে ইতিহাস। টেস্ট মানেই সাদা জার্সি। দিনের আলো। সেই সাবেক ক্রিকেটে এবার রাতের থাবা। টেস্ট ক্রিকেট শুধু আর দিনের নয়। রাতেও হয়েছ পাঁচ দিনের ক্রিকেট ম্যাচ। এবার ভারতেও। আলো ঝলমলে স্টেডিয়ামে ক্রিকেট দেখার আনন্দটা ঠিক কেমন? তা উপভোগ করতে অবশ্য অপেক্ষা করতে হবে এই বছরের শেষ পর্যন্ত।

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিন-রাতের টেস্ট আয়োজন করতে চলেছে বিসিসিআই। এই বছরের শেষেই ভারতে আসছে নিউজিল্যান্ড। তখনই গোলাপি বলে প্রথম দিন-রাতের টেস্ট খেলবে এই দুই দল। বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর বলেন, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই সময় একটি ম্যাচ আমরা গোলাপি বলে খেলব। এর আগে দলীপ ট্রফিতে দিন-রাতের টেস্ট খেলে দেখে নেওয়া হবে।’’ দেখে নেওয়া হবে কী ভাবে গোলাপি কোকাবুরা বল সাব-কন্টিনেন্টের মাটিতে রাতে কাজ করে।

অনুরাগ ঠাকুর বলেন, ‘‘এই ম্যাচ করার আগে অনেকগুলো বিষয় রয়েছে। রাতে ম্যাচ করার ক্ষেত্রে শিশির একটা বড় বিষয়। ভারতীয় পিচে গোলাপি কোকাবুরা বলে কী ভাবে স্পিনাররা সাহায্য পাবে সেটাও বড় বিষয়। যে গুলো আমরা অনেকটাই বুঝতে পারব দলীপ ট্রফির ম্যাচ করার সময়।’’ ভারতের প্রায় সব বড় প্লেয়ারই দলীপ খেলে। যাঁদের থেকে সেই বিষয়ে জানা হবে টেস্ট ম্যাচ আয়োজন করার আগে। ভারতে টেস্ট ম্যাচ খেলা হয় ‘এসজি টেস্ট’ বল দিয়ে। সচিব জানিয়ে দিলেন, পরবর্তি টেস্ট ম্যাচে ‘গোলাপি কোকাবুরা’ বল ব্যবহার করা হবে। তিনি বলেন, ‘‘আমরা এসজি-কে গোলাপি বল বানানোর কথা বলতে পারি। যদিও সেটা কোকাবুরার মতোই হতে হবে।’’

Advertisement

আরও খবর

১ মে পুণেতে আইপিএল-এর মহারাষ্ট্র ডার্বি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement