Bcci appoint national selectors

ক্রিকেট নির্বাচক হতে দিতে হবে ইন্টারভিউ

বিসিসিআই-এর নতুন নিয়ম। নির্বাচক হতে চান? তা হলে দিতে হবে ইন্টারভিউ। হ্যাঁ, এই প্রথম এমন নিয়মই চালু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সব নির্বাচকদেরই বেছে নেওয়া হবে একই ভাবে। সে বিরাট কোহালিদের নির্বাচকই হোক বা মহিলা দলের। জুনিয়র দলের ক্ষেত্রেও একই নিয়মই লাগু হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩২
Share:

বিসিসিআই-এর নতুন নিয়ম। নির্বাচক হতে চান? তা হলে দিতে হবে ইন্টারভিউ। হ্যাঁ, এই প্রথম এমন নিয়মই চালু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সব নির্বাচকদেরই বেছে নেওয়া হবে একই ভাবে। সে বিরাট কোহালিদের নির্বাচকই হোক বা মহিলা দলের। জুনিয়র দলের ক্ষেত্রেও একই নিয়মই লাগু হবে। আগের যা নিয়ম ছিল তা থেকে বেরিয়ে আসছে বিসিসিআই। নির্বাচকের জন্য আবেদনপত্র চাইছে বিসিসিআই। যার শেষ দিন ১৪ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বরই বিজ্ঞাপন দিয়ে আবেদনপত্র চাওয়া হয়েছে।

Advertisement

লোধা কমিটি জোনাল সিস্টেম থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়ায় বাধ্য হয়েই বিসিসিআইকে এই পদ্ধতি বেছে নিতে হয়েছে। আগে পাঁচ জোনের নমিনেশনের ভিত্তিতে বেছে নেওয়া হত নির্বাচকদের। বর্তমান নিয়ম অনুযায়ী তাঁরাই ভারতীয় পুরুষ ও মহিলা দলের নির্বাচক হতে পারবেন যাঁরা ভারতের হয়ে টেস্ট খেলেছেন। এবং অন্তত পাঁচ বছর খেলা থেকে অবসর নিয়েছেন।

আগে এত কঠিন নিয়ম ছিল না। আগে যেটা ছিল সেখানে, টেস্ট, একদিনের ম্যাচে বা ৫০টি প্রথম শ্রেনীর ম্যাচ খেললেই এই সুযোগ পাওয়া যেত। কিন্তু এবার নির্দিষ্ট করে দেওয়া হল টেস্ট ম্যাচকে। জুনিয়র দলের জন্য ৫০টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলা নির্বাচক হতে হবে। আগে ছিল ২৫টি। এ ছাড়াও যাঁরা আবেদন জানাবেন তাঁরা আগে নির্বাচকের ভূমিকায় থাকলে হবে না। এবং আইপিএল-এর সঙ্গে কোনও ভাবে যুক্ত থাকা যাবে না। নিজের অ্যাকাডেমি, কোনও ক্রিমিনাল রেকর্ড বা বয়স ৬০ এর উপর হলে চলবে না।

Advertisement

ভারতীয় পুরুষ দলের নির্বাচক কমিটিতে পাঁচ জনের জায়গায় এখন থেকে থাকবে তিনজন। তার মধ্যে সব থেকে টেস্ট খেলা নির্বাচককে চেয়ারপার্সন করা হবে।

আরও খবর

বিরাটের পছন্দে নির্বাচকদের নজরে রোহিত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন