কোচের সিদ্ধান্ত ২৬ জুনের পরে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার কাছে হারের আগেই অবশ্য এমন সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দেখতে তাঁরা ওভালে ছিলেন। ম্যাচের এক ফাঁকে ছোটখাটো একটি বৈঠকও হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৭ ০৪:১৫
Share:

ভারতীয় দলের কোচ হিসেবে অনিল কুম্বলের ভবিষ্যৎ এখনই নির্ধারিত হচ্ছে না। তা কয়েক দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার কাছে হারের আগেই অবশ্য এমন সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দেখতে তাঁরা ওভালে ছিলেন। ম্যাচের এক ফাঁকে ছোটখাটো একটি বৈঠকও হয়। সেখানে কর্তারা ছিলেন। অ্যাডভাইসরি কমিটির সদস্যরাও ছিলেন। সৌরভ, সচিন, লক্ষ্মণদের বোর্ড কর্তারা বলেছেন, ২৬ জুনের পর কোচ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নিতে। সে দিনই ভারতীয় বোর্ডের বিশেষ সাধারণ সভা রয়েছে। মনে করা হচ্ছে, বোর্ডের সভা হয়ে গেলে তবেই কোচ নিয়ে সিদ্ধান্ত হবে।

ওভালে হারের পরে আরওই এখন কোচ নিয়ে সিদ্ধান্ত মুলতবি থাকার কথা। এমনিতে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্যরাও নিজে থেকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে খুব একটা ইচ্ছুক নন টুর্নামেন্ট চলার মধ্যে। তাঁরা বলছিলেনই যে, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেলে কোহালিদের সঙ্গে কথা বলবেন। তবে অ্যাডভাইসরি কমিটিতে সৌরভ, লক্ষ্মণরা যে কুম্বলেকেই রেখে দেওয়ার পক্ষে এ নিয়ে সন্দেহ নেই।

Advertisement

আরও পড়ুন: প্রশ্নপত্র কঠিন হতেই পাশ করতে পারল না বুমরা-রা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement