Sports News

জয়ার মৃত্যুতে চেন্নাই টেস্ট নিয়ে সংশয়ে বোর্ড

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ মুম্বইয়ে শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। এই সিরিজের শেষ ও পঞ্চম টেস্টের ভেন্যু চেন্নাই। কিন্তু এই মুহূর্তে চেন্নাইয়ে টেস্ট হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুতে টেস্ট চেন্নাইতে করা যাবে কী না সে নিয়ে নিশ্চয়তা পায়নি বিসিসিআই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ১৯:১৩
Share:

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ মুম্বইয়ে শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। এই সিরিজের শেষ ও পঞ্চম টেস্টের ভেন্যু চেন্নাই। কিন্তু এই মুহূর্তে চেন্নাইয়ে টেস্ট হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুতে টেস্ট চেন্নাইতে করা যাবে কী না সে নিয়ে নিশ্চয়তা পায়নি বিসিসিআই। যদিও ৭ ডিসেম্বর তামিলনাড়ুর দিনদিগুল শহরে রঞ্জি ট্রফির ম্যাচের ভেন্যু ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে। সাতদিনের ছুটি ঘোষণা করা হয়েছে তামিলনাড়ুতে।

Advertisement

যদিও ভারত-ইংল্যান্ড টেস্টের আগে তামিলনাড়ুর চিত্রটা স্বাভাবিক হয়ে যাবে বলেই মনে করছে বিসিসিআই। তাই এখনই শেষ টেস্টের স্থান পরিবর্তনের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলেই জানানো হয়েছে। বিসিসিআই সচিব অজয় শির্কে বলেন, ‘‘আমরা চেন্নাই টেস্ট নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। বিসিসিআই নিয়মিত তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ রাখছে। অবস্থার উপরও নজর রাখছে বিসিসিআই। যদিও পুরো ঘটনার সংবেদনশীলতা বিসিসিআই বোঝে।’’

শির্কে এদিন রঞ্জি ম্যাচের ভেন্যু পরিবর্তনের কথাও জানিয়ে দিয়েছেন। টেস্ট সিরিজের শেষ ম্যাচের ব্যাপারে দ্বিতীয় কোনও পরিকল্পনার কথা এখনও ভাবেনি বিসিসিআই। স্থানীয় প্রশাসনের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে ক্রিকেট বোর্ড। একান্তই চেন্নাইয়ে খেলা সম্ভব না হলে বিসিসিআই-এর হাতে একাধিক ভেন্যু রয়েছে বলেও জানিয়েছেন শির্কে। রঞ্জি ট্রফির পরিবর্তিত ম্যাচের ভেন্যু ও দিন পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শির্কে।

Advertisement

আরও খবর

ঋদ্ধি ফিরছেন না, পার্থিবের সামনে আরও একটি সুযোগ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন