যে জুলাই আন্দোলনে বাংলাদেশে হাসিনা সরকারের পতন, তার অন্যতম মুখ ওসমান হাদির হত্যা। উত্তাল বাংলাদেশ। সংবাদপত্রের দফতরে ভাঙচুর, আগুন। কী ভাবে, কোন ঘটনা পরম্পরায় উত্তপ্ত হয়ে উঠল ঢাকা? কাদের হাতে আক্রান্ত সংবাদমাধ্যম? আনন্দবাজার ডট কম-কে জানালেন ঢাকার সাংবাদিক জামিউল আহসান শিপু।