জেটলির বিরুদ্ধে আপের পাশে বেদী

এবার ডিডিসিএ বিতর্কে আপ-এর পাশে দাঁড়াচ্ছেন তিনি। মেজাজেই রয়েছেন প্রাক্তন ক্রিকেটার বিষেন সিংহ বেদী। দু’দিন আগেই আপ সরকারের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছিল দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের দূর্নীতির কথা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৩
Share:

এবার ডিডিসিএ বিতর্কে আপ-এর পাশে দাঁড়াচ্ছেন তিনি। মেজাজেই রয়েছেন প্রাক্তন ক্রিকেটার বিষেন সিংহ বেদী। দু’দিন আগেই আপ সরকারের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছিল দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের দূর্নীতির কথা। আপ-এর সেই বক্তব্যকেই এবার সমর্থন করলেন বেদী। তিনি বলেন, ‘‘ডিডিসিএ একটা সংস্থা। আর সংস্থা তৈরি হয় ব্যাবসা করার জন্য। ডিডিসিএ সেভাবেই চলত। আমার মতে, অনেকবেশি মনযোগ দেওয়া উচিত দল, বিভিন্ন দলের ম্যানেজার ও অফিশিয়াল নির্বাচনের ক্ষেত্রে যাতে সেখানে স্বজন-পোষন না হয়।’’

Advertisement

আরও খবর পড়ুন: জেটলির আমলে দুর্নীতির আখড়া ছিল ডিডিসিএ, আপের তোপ

আম আদমী পার্টির বক্তব্যকে সমর্থন করে প্রাক্তন ডিডিসিএ সভাপতি অরুণ জেটলির বিরুদ্ধেই মত প্রকাশ করলেন বেদী। বলেন, ‘‘আমি অরবিন্দ কেজরীবালের কাছে কৃতজ্ঞ। তিনিই প্রথম দিল্লির মুখ্যমন্ত্রী যে ডিডিসিএ-এর দূর্নীতি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন। কেজরিওয়ালের ক্ষমতা আছে এই দূর্নীতির বিরুদ্ধে কাজ করার।’’ যদিও তিনি সরাসরি জেটলির দিকে আঙুল তোলেননি। কিন্তু ঘুরিয়ে বলেন, জেটলির সময়ে হওয়া দূর্নীতিকে তিনি আটকানোর চেষ্টা করেননি। বলেন, ‘‘জেটলি যা করতে চেয়েছিলেন সেটা করতে পারেননি। ডিডিসিএ ক্রমশ খারাপ হয়েছে। ডিডিসিএ চালানোর জন্য ভাল দল পাননি তিনি। এবং সেই স্রোতেই গা ভাসিয়ে দেন তিনি।’’

Advertisement

আরও খবর পড়ুন: ধোনি-রায়নাকে এখনই বাদ দেওয়া উচিত: বেদী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement