বিরাটের জন্য কড়া হেডস্যার চান বেদী

বিরাট কোহলির মতো রগচটা ক্যাপ্টেনের জন্য চাই কড়া কোচ— এমনই দাওয়াই দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তি বাঁ হাতি স্পিনার বিষেন সিংহ বেদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০৩:৫৪
Share:

বিরাট কোহলির মতো রগচটা ক্যাপ্টেনের জন্য চাই কড়া কোচ— এমনই দাওয়াই দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তি বাঁ হাতি স্পিনার বিষেন সিংহ বেদী।

Advertisement

ভারতীয় টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব তাঁকে দেওয়া হলেও নিজের মেজাজ মাঝে-মধ্যেই হারিয়ে ফেলছেন কোহলি। ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনির পর ঠিক তাঁর উল্টো মেজাজের ক্যাপ্টেনকে এখন দেখছে ভারতীয় ক্রিকেট মহল। কোহলিকে ঠান্ডা করতে তাই বেদী এই দাওয়াই দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘আমার বিশ্বাস, বিরাটের একজন ভাল কোচ দরকার, যে ওকে ঠিকভাবে গাইড করতে পারবে। ক্রিকেট কবাডি বা খো খো নয়। যদি তুমি দীর্ঘদিন ক্রিকেট খেলতে চাও, তা হলে অবশ্যই তোমার মেজাজের উপর নিয়ন্ত্রণ আনতে হবে।’’ কোহলির এই আগ্রাসী মেজাজকে সারা ক্রিকেটবিশ্বে তুলে ধরার জন্য বেদী আবার মিডিয়ার ঘাড়ে দোষ চাপিয়েছেন। তিনি বলেন, ‘‘মিডিয়াই ওর এই মেজাজি ছবিটা সারা বিশ্বের কাছে তুলে ধরেছে। মিডিয়াই ওকে ধ্বংস করে দেবে। তাই এই ব্যাপারে ওর সতর্ক হওয়া উচিত।
ওর প্রতিটি আচরণের উপর কড়া নজর রাখা হয়। কোন হাত দিয়ে চামচ ধরছে, সেটাও লক্ষ্য থাকে সবার।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement