অলিম্পিক্সের আগে বাজিমাত! অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সাইনা

অলিম্পিক্সের আগে একরাশ আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ শেষ করলেন সাইনা নেহওয়াল। রবিবার সকালে ফাইনালে চিনের সুন ইউকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য সুপার সিরিজ লিখিয়ে নিলেন নিজের নামে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০১৬ ২০:৪৫
Share:

অলিম্পিক্সের আগে একরাশ আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ শেষ করলেন সাইনা নেহওয়াল। রবিবার সকালে ফাইনালে চিনের সুন ইউকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য সুপার সিরিজ লিখিয়ে নিলেন নিজের নামে। যদিও শুরুটা একদমই ভাল করতে পারেননি ভারতের সেরা শাটলার। দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু।

Advertisement

সিডনিতে রবিবারের সকালটা একটু নড়বড়ে হলেও যেভাবে খেলায় ফিরলেন সাইনা সেটা অবশ্যই অলিম্পিক্সের আগে ভারতের জন্য স্বস্তির। প্রথম সেটে ১১-২১ এ সুন ইউর কাছে হেরে দ্বিতীয় সেট ২১-১৪ ও তৃতীয় সেট ২১-১৯ এ জিতে বাজিমাত ভারত কন্যারই। এর আগে ২০১৪তে এই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সাইনা। প্রথম সেটের প্রথম গেম ৪-২এ জিতে নিলেও পরের গেমেই ঘুরে দাঁড়িয়েছিলেন সুন ইউ। তার পরেরটা অবশ্য সাইনারই। সুন ইউর বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখলেন তিনি। এক ঘণ্টার উপরে চলে ফাইনাল ম্যাচ। ফিটনেস সমস্যা কাটিয়ে আবার স্বমহিমায় সাইনা নেহওয়াল। মরসুমের প্রথম ট্রফিও তুলে নিলেন ঘরে। এই বছর মালয়েশিয়া ওপেন আর এশিয়া চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকেই ছিটকে যেতে হয়েছিল। যে কারণে অলিম্পিক্সের আগে এই জয় খুবই গুরুত্বপূর্ণ সাইনার জন্য।

আরও পড়ুন: ছয় মেরে জেতালেন, নজিরও গড়লেন রাহুল

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement