লিঙ্গ বৈষম্যের শিকার বেলজিয়ামের সাইক্লিস্ট

লিঙ্গবৈষম্যের শিকার হলেন বেলজিয়ামের মহিলা সাইক্লিস্ট নিকোল হানসেলমান। শনিবার ব্রাসেলসে স্প্রিং ক্লাসিক সাইক্লিং প্রতিযোগিতার মাঝপথেই তাঁকে থামিয়ে দেওয়া হল পুরুষ সাইক্লিস্টদের সুবিধার জন্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ০২:২৫
Share:

বিতর্ক: পুরুষদের পিছনে ফেলায় আটকানো হল নিকোলকে। টুইটার

লিঙ্গবৈষম্যের শিকার হলেন বেলজিয়ামের মহিলা সাইক্লিস্ট নিকোল হানসেলমান। শনিবার ব্রাসেলসে স্প্রিং ক্লাসিক সাইক্লিং প্রতিযোগিতার মাঝপথেই তাঁকে থামিয়ে দেওয়া হল পুরুষ সাইক্লিস্টদের সুবিধার জন্য।

Advertisement

সুইৎজারল্যান্ডের ২৭ বছরের প্রাক্তন রোড চ্যাম্পিয়ন নিকোল জানিয়েছেন, শনিবারের প্রতিযোগিতায় তিনি শুরু থেকেই ছিলেন দারুণ ছন্দে। দ্রুত পিছনে ফেলে দেন অংশগ্রহণকারী বাকি মহিলা এবং পুরুষ সাইক্লিস্টদের। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, দু’মিনিটেই ৩০ কিমি দূরত্ব অতিক্রম করেছিলেন। কিন্তু সেই মুহূর্তেই ঘটে যায় বিপত্তি। রাস্তার মোড়ে জনৈক পুরুষ তাঁর গতিরোধ করেন। এবং তিনি ব্যাখ্যা দেন পুরুষ প্রতিযোগীদের সঙ্গে তাঁর দূরত্ব অনেকটা বেড়ে গিয়েছে। তা কমিয়ে আনতেই থামানো হচ্ছে নিকোলকে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হলেও ৭৪ নম্বরে শেষ করেন নিকোল। শনিবার তা নিয়ে টুইটারে সরব হয়েছেন সুইস মহিলা সাইক্লিস্ট। তিনি বলেছেন, ‘‘মহিলাদের শক্তি কতটা, তা প্রমাণ করেছি। কিন্তু যে ভাবে আমাকে থামানো হল, সেটা খুবই অস্বস্তিকর ছিল। পুরুষ সাইক্লিস্টদের সুবিধার জন্য আমাকে আটকে দেওয়ার ঘটনা বিস্ময়কর।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন