Davis Cup 2025

টেনিস কোর্টে সংঘর্ষ দুই খেলোয়াড়ের! ডেভিস কাপ টাইয়ে বেলজিয়ামের কাছে ‘নকআউট’ চিলি

প্রতিপক্ষের সার্ভিস ভাঙার আনন্দে উচ্ছ্বসিত বেলজিয়ামের জ়িজ়োউ বার্গস দৌড়ে নেটের অন্য প্রান্তে নিজের আসনে যাচ্ছিলেন। সে সময় তাঁর সঙ্গে ধাক্কায় আহত হন চিলির ক্রিশ্চিয়ান গ্যারিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৬
Share:

(বাঁ দিকে) দুই খেলোয়াড়ের সংঘর্ষের মুহূর্ত। কোর্টে পড়ে রয়েছেন চিলির ক্রিশ্চিয়ান গ্যারিন (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।

প্রতিপক্ষকে নকআউট করে টেনিস ম্যাচ জিতলেন বেলজিয়ামের জ়িজ়োউ বার্গস। তাঁর সঙ্গে সংঘর্ষে আহত হয়ে আর কোর্টেই ফিরতে পারলেন না চিলির ক্রিশ্চিয়ান গ্যারিন। চিকিৎসার পর তিন বার করেও তিনি কোর্টে ফিরতে না পারায়, ম্যাচ জিতে যান বার্গস। এই ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement

বক্সিং, কুস্তির মতো শারীরিক খেলা নয় টেনিস। ফুটবল বা হকির মতো খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের সম্ভাবনাও থাকে না। প্রতিপক্ষ খেলোয়াড়ের জন্য চোট পাওয়ার সম্ভাবনা নেই। কারণ নেটের দু’পাশে থাকেন খেলোয়াড়েরা। শারীরিক ভাবে তাঁদের কাছাকাছি আসার সুযোগ থাকে না। তবু দুই খেলোয়াড়ের সংঘর্ষ ঘটল টেনিস কোর্টে।

অভিনব ঘটনাটি ডেভিস কাপে বেলজিয়াম-চিলি টাইয়ের। সিঙ্গলস ম্যাচে মুখোমুখি হয়েছিলেন বেলজিয়ামের বার্গস এবং চিলির গ্যারিন। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জেতেন বার্গস। দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে জয় পান গ্যারিন। ১-১ হওয়ার পর তৃতীয় তথা নির্ণায়ক সেটে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় দুই প্রতিপক্ষের। ৫-৫ হওয়ার পর ম্যাচের গুরুত্বপূর্ণ সময় গ্যারিনের সার্ভিস ভেঙে ৬-৫ ব্যবধানে এগিয়ে যান বার্গস। তার পর নিজের সার্ভিস ধরে রাখতে পারলেই ম্যাচ জিতে জেতেন তিনি। প্রতিপক্ষের সার্ভিস ভাঙার আনন্দে উচ্ছ্বসিত বার্গস দৌড়ে নেটের অন্য প্রান্তে নিজের আসনের ফিরতে যান। চেয়ার অম্পায়ারের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি ধাক্কা মেরে বসেন গ্যারিনকে। তিনিও নেটের অন্য প্রান্তে নিজের আসনে যাচ্ছিলেন বিশ্রাম নেওয়ার জন্য। দৌড়ে আসা বার্গসকে তিনি খেয়াল করেননি। আবার বার্গসও এক দম শেষ মুহূর্তে দেখেন সামনে গ্যারিন। তিনি গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও লাভ হয়নি। দুই খেলোয়াড়ের সংঘর্ষে কোর্টে পড়ে যান গ্যারিন। আহত হন তিনি। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

চিলির আহত খেলোয়াড়কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, গ্যারিনের আঘাত গুরুতর নয়। তিনি খেলতে পারবেন। তাঁকে ‘ফিট’ বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কিন্তু তার পরও কোর্টে ফিরতে পারেননি ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত গ্যারিন। টানা তিন বার চেয়ার আম্পায়ারের দেওয়া টাইম আউটের মধ্যে কোর্টে ফিরতে না পারায় পেনাল্টি হিসাবে বেলজিয়ামকে একটি গেম দিয়ে দেন চেয়ার আম্পায়ার। ফলে ৬-৩, ৪-৬, ৬-৫ ব্যবধানে এগিয়ে থাকা বেলজিয়ামের বার্গস ম্যাচ জিতে যান ৬-৩, ৪-৬, ৭-৫ ব্যবধানে। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টাইয়েও বেলজিয়াম ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। চিলির জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়।

এই ঘটনায় ক্ষুব্ধ চিলির ডেভিস কাপ দল। প্রতিবাদ জানিয়েছেন চিলির অধিনায়ক নিকোলাস মাসু। তিনি বলেছেন, ‘‘অবিশ্বাস্য। আমরা দেশের হয়ে টেনিস খেলতে এসেছিলাম। নিজেদের সেরাটা দিয়ে লড়াই করছিলাম। গ্যারিনের চোখে আঘাত লেগেছে। ওর পক্ষে আর খেলা সম্ভব হয়নি। আমরা টাই-ই হেরে গেলাম।’’ বার্গস অবশ্য ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে চিলি দলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, ‘‘সম্পূর্ণ অনিচ্ছাকৃত ঘটনা। একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। দ্রুত নিজের চেয়ারে ফিরতে চেয়েছিলাম। আমার সিদ্ধান্তটা ভুল ছিল। প্রতিপক্ষের জন্য অপেক্ষা করা উচিত ছিল সে সময়। ম্যাচটা এ ভাবে শেষ হওয়ায় খুব খারাপ লাগছে। কেউই প্রতিপক্ষ খেলোয়াড়কে এ ভাবে আহত করতে চায় না।

এই ঘটনায় বার্গসের দোষ দেখছে না ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনও। বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘ঘটনাটি অত্যন্ত বিরল, দুর্ভাগ্যজনক এবং অপ্রত্যাশিত। কোর্টে নিরপেক্ষ চিকিৎসক ছিলেন। উপস্থিত সকলে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement