সন্তোষে গোল খেয়েও জিতল বাংলা

সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্ব জয় দিয়ে শুরু করল বাংলা। বৃহস্পতিবার বোকারোয় ছত্তীসগঢ়কে ২-১ গোলে হারাল বাংলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ০৩:১২
Share:

সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্ব জয় দিয়ে শুরু করল বাংলা। বৃহস্পতিবার বোকারোয় ছত্তীসগঢ়কে ২-১ গোলে হারাল বাংলা। তা-ও আবার প্রথমে পিছিয়ে পড়ে। প্রথমার্ধে সুযোগের পর সুযোগ তৈরি করেও গোলের মুখ দেখতে পায়নি বাংলা। সেই ঝুড়ি ঝুড়ি সুযোগ নষ্টের প্রদর্শনী। তবে হাফটাইমের পর ম্যাচ জমে উঠেছিল। যদিও ১-০ এগোয় ছত্তীসগঢ়-ই। জবাবে অবশ্য আরও বেশি আক্রমণের ঝাঁঝ বাড়ায় বাংলা। গোলও পায়। ১-১ করেন বিশাল প্রধান। বাংলার হয়ে জয়সূচক গোলটি পেনাল্টি থেকে করেন জিতেন মুর্মু।

Advertisement

জিতলেও দলের ফিনিশিং নিয়ে হতাশ বাংলার কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়। বোকারো থেকে ফোনে বললেন, ‘‘অনেক সুযোগ পেয়েছি আমরা। সোজা সোজা সুযোগ নষ্ট করেছি। পরের ম্যাচে গোলের সামনে আরও ভাল করতে হবে।’’ দলের পারফরম্যান্সে অবশ্য খুশি মৃদুল। ‘‘খুব বেশি দিন একসঙ্গে প্র্যাকটিস করেনি দলটা। প্র্যাকটিস ম্যাচও পাইনি। তাই বোঝাপড়ায় একটু সময় লাগছে। কিন্তু প্রথম ম্যাচের কথা ভাবলে দল ভালই খেলেছে। আমি সন্তুষ্ট।’’ সোমবার বাংলার মুখোমুখি ওডিশা। যার আগে তিন দিনের প্রস্তুতি সাহায্য করবে বাংলাকে বলে মনে করছেন মৃদুল। বাংলা কোচ বললেন, ‘‘হ্যাঁ, পরের ম্যাচ সোমবার। প্র্যাকটিসে ফুটবলারদের মধ্যে আরও টিমওয়ার্ক তৈরি করতে হবে। আমার লক্ষ্য পরের ম্যাচ আরও ভাল ভাবে জেতার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন