Vulnerable Zodiac Signs

মাথা কী বলছে তার ধার ধারেন না, মনের কথাতেই নাচেন, পাঁচ রাশির ব্যক্তিরা আবেগের বশে যা কিছু করতে পারেন

জ্যোতিষশাস্ত্র মতে, এক জন ব্যক্তির রাশির উপর সে কেমন প্রকৃতির তার অনেকটাই নির্ভর করে। রাশিগত দিক দিয়ে বিচার করলে কিছু মানুষ রয়েছেন যাঁরা যে কোনও জিনিসের বিচার আবেগ দিয়ে করেন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৮:৫১
Share:

—প্রতীকী ছবি।

আমাদের আশপাশে নানা প্রকৃতির মানুষ রয়েছেন। বন্ধুবৃত্তেও সকলে খুব ভাল বন্ধু হলেও তাঁদের এক এক জনের প্রকৃতি হয় এক এক রকম। কেউ কথা বলতে ভালবাসেন, কেউ কথা শুনতে, কারও ঘরে বসে আড্ডা দেওয়াই পছন্দ, তো অপর জন ভালবাসেন মাঠেঘাটে ঘুরে বেড়াতে। প্রতিটি মানুষেরই চরিত্রের নানা দিক রয়েছে। আর সেগুলির কিছুটা আসে তাঁদের রাশি থেকে। জ্যোতিষশাস্ত্র মতে, এক জন ব্যক্তি কেমন প্রকৃতির তা তাঁর রাশির উপর অনেকটাই নির্ভর করে। রাশিগত দিক দিয়ে বিচার করলে কিছু মানুষ রয়েছেন যাঁরা যে কোনও জিনিসের বিচার আবেগ দিয়ে করেন। এঁরা অল্পেই মনে আঘাত পেয়ে যান। কোন কোন রাশির মানুষেরা এই প্রকৃতির হয় দেখে নিন।

Advertisement

কোন কোন রাশির ব্যক্তিরা আবেগের দিক দিয়ে অল্পেই ভেঙে পড়েন?

মেষ: কঠিন পরিস্থিতি সামলানো মেষ রাশির জাতক-জাতিকাদের দ্বারা প্রায় হয় না বললেই চলে। এঁরা যে কোনও জিনিসের বিচার নিজের মন দিয়ে করেন। পরিস্থিতি যখনই এঁদের নাগালের বাইরে বেরিয়ে যায়, তখনই এঁরা ঘাবড়ে যান। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে উঠতে পারেন না।

Advertisement

কর্কট: যে কোনও জিনিসের বিচার কর্কট রাশির ব্যক্তিরা আবেগ দিয়েই করেন। এঁরা যে কখন, কোন বিষয়ে কষ্ট পান সেটা অপরের পক্ষে বোঝা মুশকিল হয়ে যায়। এই রাশির ব্যক্তিদের সঙ্গে সর্বদা স্বরে নম্রতা রেখে কথা বললে ভাল। কথার ধরনে যদি একটু রূঢ়তার আভাস থাকে, তা হলেই সেটা এঁদের মনে ব্যথার কারণ হয়ে যায়।

কন্যা: কন্যা রাশির ব্যক্তিরা বাইরে থেকে নিজেদের যতটা শক্ত-সামর্থ্য দেখান, ব্যক্তিগত জীবনে তাঁরা ততটাই আবেগতাড়িত হন। এঁরা নিজেদের আবেগ সচরাচর প্রকাশ করতে চান না। কিন্তু কোনও কিছু এঁদের মনের মতো না হলেই এঁরা খুব কষ্ট পান। কন্যা রাশির জাতক-জাতিকাদের নিজের আবেগ অপরের সামনে প্রকাশের উপর খুব ভাল নিয়ন্ত্রণ থাকে।

বৃশ্চিক: চাপা স্বভাবের হলেও, বৃশ্চিক রাশির ব্যক্তিরা আদতে অত্যন্ত সংবেদনশীল। এঁরা যখন যাঁকে ভালবাসেন, তাঁর জন্য কোনও কিছু করাই বাদ রাখেন না। কিন্তু সেই মানুষটির কোনও ব্যবহার বা কাজে কষ্ট পেলে নিজের মতো করে তাঁর থেকে দূরে চলে যান। সবটাই বৃশ্চিক রাশির ব্যক্তিরা আবেগে পাওয়া আঘাত থেকে করে থাকেন। কিন্তু অপরকে সেটির বিন্দুমাত্র আঁচ পেতে দেন না।

মীন: মীন রাশির ব্যক্তিরা মনের দিক দিয়ে অত্যন্ত দুর্বল হন। এঁরা যে কারও কাছে নিজের মনের কথা কোনও রাখঢাক ছাড়া প্রকাশ করে দেন। সেই কারণে কষ্টও বেশি পান। আশপাশের মানুষেরা অতি সহজে এঁদের দুর্বল জায়গার হদিস পেয়ে যান। সেই কারণে মীন রাশির ব্যক্তিদের ক্ষতি করতে তাঁদের বেশি বেগ পেতে হয় না। তবে এত কিছুর পরও এই রাশির মানুষেরা কেবল কষ্টই পান, নিজের সঙ্গে হওয়া ভুলের প্রতিশোধ নিতে পারেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement