সিনিয়ররা পারেননি। জুনিয়ররা পারলেন। বাংলার অনূর্ধ্ব ১৯ দল জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট কোচবিহার ট্রফির সেমিফাইনালে উঠল পঞ্জাবকে হারিয়ে। সেমিফাইনালে ১১ জানুয়ারি থেকে তাদের বিপক্ষে অসম।
পঞ্জাব দলে ছিলেন অনূর্ধ্ব ১৯ এশীয় কাপ জয়ী ভারত টিমের ক্যাপ্টেন অভিষেক শর্মা, শুভম গিল ও আনমোলপ্রীত সিংহ। তাও পারল না পঞ্জাব। কল্যাণীতে ১১৬ রানে জিতল ইরফান আনসারির বাংলা। পঞ্জাবকে দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রানের টার্গেট দিয়েছিল তারা। ৬১ ওভারে যা তুলতে নেমে পঞ্জাব ২৫৭ অল আউট হয়। আনমোলপ্রীত দ্বিতীয় ইনিংসে ৮৮ রান করেন। বাংলার ইশান পোড়েল তিনটে ও সন্দীপন দাস (জুনিয়র) দু’উইকেট পান। প্রায় এক বছর পর মাঠে ফেরা পেসার কনিষ্ক শেঠের দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট। প্রথম ইনিংসে বাংলার সৌরভ সিংহ ৭০ ও কাজি জুনেইদ সইফি ৭৫ রান করেন। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক ইরফান আনসারি ৬৫ রানে অপরাজিত।