কার্যত অনুশীলন ছাড়াই আজ সন্তোষ ট্রফিতে নামছে বাংলা

গত বছর গ্রপ লিগ থেকেই বিদায় নিয়েছিল বাংলা। এ বারও নামার আগেই বাংলার উপরে চাপ রয়েছে। কারণ গ্রুপের প্রথম ম্যাচে ওড়িশা ছয় গোল হারিয়েছে বিহারকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৪:২৮
Share:

—ফাইল চিত্র।

কার্যত কোনও অনুশীলন ছাড়াই আজ, মঙ্গলবার সন্তোষ ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলা। কল্যাণীতে তাদের প্রতিপক্ষ বিহার।

Advertisement

গত বছর গ্রপ লিগ থেকেই বিদায় নিয়েছিল বাংলা। এ বারও নামার আগেই বাংলার উপরে চাপ রয়েছে। কারণ গ্রুপের প্রথম ম্যাচে ওড়িশা ছয় গোল হারিয়েছে বিহারকে। বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য সোমবার বিকেলে কল্যাণী পৌঁছে বললেন, ‘‘কে কত গোলে জিতেছে সেটা মাথায় রাখছি না। আমাদের লক্ষ্য গ্রুপের দুটো ম্যাচ জিতে পরের পর্বে যাওয়া। সহজ অঙ্ক বিহার এবং ওড়িশাকে হারাতে হবে। বেশি গোলে জিততে হবে ভেবে ফুটবলারদের উপরে চাপ সৃষ্টি করতে চাই না।’’

রঞ্জন আশাবাদী হলেও তাঁর দল কিন্তু এক দিনও একসঙ্গে অনুশীলন করেনি। তিন দিন ২০ জন ফুটবলারকে ডেকেছিলেন অনুশীলনে। কোনও দিন ১১, কোনও দিন ১৭ জন ফুটবলারকে পেয়েছেন। বিহারের বিরুদ্ধে খেলার জন্য ফুটবলারদের সরাসরি কল্যাণীতে চলে যেতে বলছে আইএফএ। কারণ কলকাতায় প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে বেশির ভাগ ফুটবলারকে যেতে হবে। তার মধ্যেও কাস্টমসের স্টপার সৌরভ দাশগুপ্তকে পাবেন কি না জানেন না কোচ রঞ্জন। বলছিলেন, ‘‘সোমবার রাতে সবাই এলে ডেকে ক্লাস নেব। ওটাই হবে অনুশীলন। তবে বিহারের খেলা দেখেছি। আমাদের লিগের প্রথম ডিভিশনের দলগুলির মতো মান ওদের। আশা করছি জিততে অসুবিধা হবে না।’’ আইএফএ কর্তারা বাস ভাড়া করে মঙ্গলবার কল্যাণীতে যাচ্ছেন বাংলা দলকে সমর্থন জানাতে।

Advertisement

প্রিমিয়ার লিগে কোচিং করানোর সুবাদে ফুটবলারদের ভাল মতোই চেনেন বাংলা দলের কোচ। বিহারের বিরুদ্ধে ম্যাচ জিততে ৪-৩-৩ রণনীতি নিয়ে দলকে খেলাতে চাইছেন তিনি। a

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন