সেরা হতেই আজ অভিযানে সুরজিতরা

বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে বাংলার দলের খেলোয়াড়রা জানিয়ে দেন, এ বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ০৩:২৩
Share:

জুটি: বাংলাদেশের জিয়া ও ভারতের অমরেশ। ছবি: সুদীপ্ত ভৌমিক

এ বার চ্যাম্পিয়ন হতেই হবে, এই শপথ নিয়ে শুক্রবার থেকে প্রো কবাডি লিগের শেষ পর্যায়ে নামছে বেঙ্গল ওয়ারিয়র্স। দলের অন্যতম মালিক অক্ষয় কুমারের ভোকাল টনিকেই তেতে গিয়েছে দলের খেলোয়াড়েরা। বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে বাংলার দলের খেলোয়াড়রা জানিয়ে দেন, এ বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তাঁরা।

Advertisement

শুক্রবার থেকেই প্রো কবাডির কলকাতা পর্ব শুরু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। প্রথম দিনই তামিল থালাইভাস-এর বিরুদ্ধে ম্যাচ তাদের। জোন বি-তে ১৬ ম্যাচে ৪৮ পয়েন্ট পেয়ে চার নম্বরে থাকার বাংলার লক্ষ্য শেষ ছয় ম্যাচে অন্তত তিনটিতে জিতে প্রথম তিনে ঢুকে পড়া, যাতে তারা প্লে-অফে খেলতে পারে। তামিল থালাইভাস আছে একেবারে নীচে, ছয় নম্বরে।

কলকাতায় আসার আগে মুম্বইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় দেওয়া পার্টিতে দলের অন্যতম মালিক চিত্রতারকা অক্ষয় কুমার দলের খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘‘তোমাদের এই লিগ জেতার ক্ষমতা রয়েছে। ঘরের মাঠের দর্শকদের সামনে শেষ ছয় ম্যাচ জিতে দেখাও তোমরাও পারো। নিজেদের সেরাটা দিয়ে দাও এখানে।’’

Advertisement

অক্ষয়ের এই ভাষণেই তেতে রয়েছেন সুরজিৎ সিংহরা। অধিনায়ক সুরজিৎ বলেন, ‘‘আমরা সব দলকেই হারিয়েছি। আমাদের চোট-আঘাতের সমস্যা নেই। তাই আমাদের প্লে-অফে না যাওয়ার কোনও কারণ নেই।’’ কোচ কে জগদীশ বলেন, ‘‘গ্রুপে সেরা হয়ে প্লে-অফে উঠতে পারলে আমাদের ফাইনালে ওঠার সম্ভাবনাও বাড়বে। তাই গ্রুপ সেরা হওয়াই আমাদের লক্ষ্য।’’ শোনা গেল দলের খেলা দেখতে আজ শুক্রবার অথবা শনিবার অক্ষয় কলকাতায় আসতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement