বড় ম্যাচের আগে দুই শিবিরেই চিন্তা ক্লান্তি

একটা দলের আই লিগ ভাগ্য অনেকটাই নির্ভর করছে শনিবার ম্যাচের ওপর। অন্য দলের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। কিন্তু ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি দুই শিবিরেই প্রধান চিন্তা ফুটবলারদের ক্লান্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০৩:৩৮
Share:

প্রস্তুতি: বলবন্ত আর ডাফিকে সামনে রেখে চলছে অনুশীলন। —নিজস্ব চিত্র।

একটা দলের আই লিগ ভাগ্য অনেকটাই নির্ভর করছে শনিবার ম্যাচের ওপর। অন্য দলের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। কিন্তু ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি দুই শিবিরেই প্রধান চিন্তা ফুটবলারদের ক্লান্তি।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে কলকাতায় পৌঁছে গিয়েছে বেঙ্গালুরু এফসি। তবে অধিনায়ক সুনীল ছেত্রী, ইউজেনসন লিংঢো, সন্দেশ ঝিঙ্গান, উদান্ত সিংহ-রা বুধবার রাতেই চলে এসেছিলেন শহরে। কিন্তু ক্লান্তির কারণে অনুশীলনই করাননি কোচ আলবের্তো রোকা। তবে টিম হোটেলের জিমে ফিটনেস ট্রেনিং করেন ফুটবলাররা। আজ, শুক্রবার বিকেলে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুশীলন করবেন সুনীল-রা। বেঙ্গালুরু অধিনায়ক বলছিলেন, ‘‘চলতি আই লিগে আমরা ছন্দে নেই। তাই এই ম্যাচটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

মোহনবাগান অবশ্য বৃহস্পতিবার বিকেলেই মূল স্টেডিয়ামে অনুশীলন সেরে নিল। তবে প্রথম দলের অনেকেই ছিলেন না এ দিন। হাইতি থেকে সনি নর্দে-র কলকাতায় নামার কথা ভোররাতে। আর মায়ানমার থেকে সুনীলদের সঙ্গেই ফিরেছেন জেজে লালপেখলুয়া, প্রীতম কোটাল, আনাস এডাথোডিকা-রা। তাঁদের কাউকেই এ দিন অনুশীলনে দেখা যায়নি। ড্যারেল ডাফি, কাতসুমি ইউসা ও বলবন্ত সিংহ-দের নিয়েই বেঙ্গালুরু-বধের মহড়া দিলেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন।

Advertisement

এই মরসুমে বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের স্বপ্ন এখনও পূরণ হয়নি সবুজ-মেরুনের। আই লিগের প্রথম পর্বে ড্র করেছিলেন নর্দে-রা। ঠিক চার দিন পরে এএফসি কাপের ম্যাচে কাতসুমির গোলে এগিয়ে গিয়েও হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়েছিলেন তাঁরা। ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করে বেঙ্গালুরু-কে জিতিয়েছিলেন সুনীল। ফ্রি-কিক অস্ত্রেই শনিবার ঘরের মাঠে বেঙ্গালুরু-কে হারানোর পরিকল্পনা মোহনবাগান কোচের।

বৃহস্পতিবার বিকেলে ম্যাচ প্র্যাক্টিসে কাতসুমি, ডাফি ও বলবন্তকে এক দলে রেখেছিলেন সঞ্জয়। উল্টো দিকের ডিফেন্সে ছিলেন এদুয়ার্দো পেরেইরা। চোটের জন্য লেফটব্যাক শুভাশিস বসু ও মিডফিল্ডার প্রণয় হালদারের খেলার সম্ভাবনা নেই। তাই সুনীলদের আটকাতে ব্রাজিলীয় ডিফেন্ডারই মোহনবাগান কোচের ভরসা। কিন্তু এদুয়ার্দো এ দিন উদ্বেগ বাড়ালেন সঞ্জয়ের। কাতসুমি-দের আটকাতে গিয়ে দু’বার চোট পেলেন তিনি। যদিও টিম ম্যানেজমেন্টের দাবি এদুয়ার্দোর চোট গুরুতর নয়।

প্র্যাক্টিস ম্যাচ শেষ হওয়ার পরেই ফুটবলারদের ডেকে নেন সঞ্জয়। পেনাল্টি বক্সের বাইরে বিভিন্ন পজিশনে বল বসিয়ে কাতসুমি, ডাফি-রা দীর্ঘক্ষণ ফ্রি-কিক অনুশীলন করলেন। এ ছাড়াও চলল সেট-পিস অনুশীলন।

তবে ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা হচ্ছে সনি বনাম সুনীল দ্বৈরথ কি দেখা যাবে? কারণ, শুক্রবার ভোররাতে কলকাতায় পৌঁছনোর কথা হাইতি তারকার। ফলে তাঁর পক্ষে অনুশীলনে যোগ দেওয়ার সম্ভাবনাও ক্ষীণ। তার ওপর থাকবে দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি। সবুজ-মেরুন অন্দরমহলের খবর, সনি খেলবেন কি না তা পুরোটাই নির্ভর করছে কোচের ওপর। সবুজ-মেরুন কোচ অবশ্য সনি-কে নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন