সুনীল-নির্ভরতা চান না রোকা

বাহাত্তর ঘণ্টা পরেই এএফসি কাপের ফাইনালে প্রথম ভারতীয় টিম হিসেবে নামতে চলেছে তাঁর দল। দোহাতে সেই মেগা ম্যাচ খেলতে যাওয়ার আগের আগে সুনীল ছেত্রীর উপর বাড়তি নির্ভর হতে নারাজ বেঙ্গালুরু এফসি কোচ অ্যালবার্ট রোকা।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০৩:৫৮
Share:

বাহাত্তর ঘণ্টা পরেই এএফসি কাপের ফাইনালে প্রথম ভারতীয় টিম হিসেবে নামতে চলেছে তাঁর দল। দোহাতে সেই মেগা ম্যাচ খেলতে যাওয়ার আগের আগে সুনীল ছেত্রীর উপর বাড়তি নির্ভর হতে নারাজ বেঙ্গালুরু এফসি কোচ অ্যালবার্ট রোকা।

Advertisement

একই সঙ্গে টিমের জন্য তাঁর পরামর্শ, দলগত ভাবে নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারলে তবেই ভাল কিছু ফলের আশা করা যেতে পারে।

বুধবার বেঙ্গালুরু ছাড়ার আগে রোকা বলেন, ‘‘আমরা একটা দল হিসেবে খেলছি। আর সুনীল সেই দলের ক্যাপ্টেন। ফাইনালে ভাল কিছু করতে গেলে সবাইকেই পারফরম্যান্সে নিজেকে ছাপিয়ে যেতে হবে। কাজেই সুনীল গোল করে টিমকে জেতাতে পারবে কি না সেটা এখানে বড় ব্যাপার নয়।’’

Advertisement

মালয়েশিয়ার জোহর দারুল তা’জিমের বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিছিয়ে গিয়েও জোড়া গোল করে টিমকে ৩-১ জিতিয়ে ফাইনালের টিকিট জোগাড় করে দিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী। দোহায় এয়ারফোর্স ক্লাব ইরাকের বিরুদ্ধে ফের সুনীল শো দেখা যাবে কি না তা জানতে চাইলে রোকার সাফ জবাব, ‘‘ফাইনাল জিততে গেলে বিশেষ কারও বিশেষ পারফরম্যান্স নয়। এগারো জনকেই নিজেদের ছাপিয়ে যেতে হবে ফাইনালের দিন। তা হলেই ভাল কিছু করা সম্ভব।’’ সঙ্গে টিমের একতা এবং মনোবল বজায় রাখতে এটাও বলতে ভোলেননি। ‘‘কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের প্রথম লেগে কিন্তু গোল পায়নি সুনীল। তখন গোল করে টিমকে জিতিয়েছিল বিনীত এবং ইউজেনসিন লিংডোরা। কাজেই টিমে সবাই গুরুত্বপূর্ণ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন