বেঙ্গালুরুও পয়েন্ট হারাল

এএফসি কাপের ম্যাচ খেলতে হংকং যাওয়ার আগে সুখবর সনি নর্ডি-কাতসুমিদের জন্য। রবিবার স্পোর্টিং ক্লুবের সঙ্গে ড্র করল বেঙ্গালুরু এফসি। এ দিন দু’ বার পিছিয়ে পড়েছিল অ্যাশলে ওয়েস্টউডের টিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ০৩:২৬
Share:

এএফসি কাপের ম্যাচ খেলতে হংকং যাওয়ার আগে সুখবর সনি নর্ডি-কাতসুমিদের জন্য। রবিবার স্পোর্টিং ক্লুবের সঙ্গে ড্র করল বেঙ্গালুরু এফসি। এ দিন দু’ বার পিছিয়ে পড়েছিল অ্যাশলে ওয়েস্টউডের টিম। স্পোর্টিংয়ের মাসচেরানহাস এবং ওকোলি ওডাফার গোলে। দু’ বারই গোলশোধ করেন সুনীল ছেত্রী। বেঙ্গালুরু ড্র করায় সুবিধে পেল মোহনবাগান। তারা এক ম্যাচ কম খেলে (১০) সুনীলদের সমান পয়েন্টে (২২)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement