Best injured XI

আহত ক্রিকেটারদের বিশ্ব একাদশ কেমন হবেন জানেন?

প্রতি দিনই বাড়ছে ক্রিকেটের উপর চাপ-তাপ। বিশ্বের নানা প্রান্তে ছুটে চলতে হচ্ছে ক্রিকেটারদের। অংশ নিতে হচ্ছে একাধিক প্রতিযোগিতায়। বেশি খেলা, বেশি ধকল। বাড়ছে চোট আঘাত। দেখে নেওয়া যাক আহত ক্রিকেটারদের বিশ্ব একাদশ কেমন হতে পারে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১৭:১১
Share:
০১ ১২

প্রতি দিনই বাড়ছে ক্রিকেটের উপর চাপ-তাপ। বিশ্বের নানা প্রান্তে ছুটে চলতে হচ্ছে ক্রিকেটারদের। অংশ নিতে হচ্ছে একাধিক প্রতিযোগিতায়। বেশি খেলা, বেশি ধকল। বাড়ছে চোট আঘাত। দেখে নেওয়া যাক আহত ক্রিকেটারদের বিশ্ব একাদশ কেমন হতে পারে।

০২ ১২

তামিম ইকবাল: বাংলাদেশের অন্যতম ভরসার ক্রিকেটার। এশিয়া কাপে তাঁর উপর অনেক আশা ছিল দলের। কিন্তু, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময় গুরুতর আহত হন ইকবাল।

Advertisement
০৩ ১২

ইমাম-উল-হক: পাকিস্তানের তরুণ ক্রিকেটার। দলের নিয়মিত সদস্য। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে খেলতে গিয়ে হাতে গুরুতর চোট পান।

০৪ ১২

হাসিম আমলা: দক্ষিণ আফ্রিকার নিয়মিত সদস্য। কিন্তু, শ্রীলঙ্কার বিরুদ্ধে হাতে গুরুতর চোট পান।

০৫ ১২

শাকিব আল হাসান: বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারটিকে আমরা আহতদের একাদশের অধিনায়ক করলাম। গুরুতর চোট আঙ্গুলে। চোট সারিয়ে দলে ফিরে আসা খুবই কঠিন।

০৬ ১২

কেদার যাদব: এশিয়া কাপে ভারতের নয়া আবিষ্কার বলা যেতেই পারে। ব্যাট-বল দুটিতেই সফল। কিন্তু, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে কবে দলে ফিরবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

০৭ ১২

ঋদ্ধিমান সাহা: ভারতীয় দলের এই উইকেটরক্ষক বেশ কিছু দিন ধরেই চোটের কারণ দলের বাইরে। কবে ফিরবেন তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

০৮ ১২

হার্দিক পাণ্ড্য: কোহালির ভরসার অলরাউরান্ডার। কিন্তু, চোট আঘাতে বেশ কিছু দিন দলের বাইরে।

০৯ ১২

আন্দ্রে রাসেল: ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারটিকে অনেক দিন পাচ্ছে না দল। হাঁটুতে ভয়ঙ্কর চোট।

১০ ১২

শার্দুল ঠাকুর: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্টেই অভিষেক হয়েছিল। কিন্তু, মাত্র ১.৪ ওভার বল করার পরই মাঠ ছাড়েন। চোটের জন্য।

১১ ১২

অক্ষয় পটেল: ক্রমেই দলের ভরসা হয়ে উঠছিলেন। ব্যাটে-বলে নজর কাড়ছিলেন। কিন্তু, তখনই চোট পেয়ে ছিটকে যান দল থেকে।

১২ ১২

ইশান্ত শর্মা: ভুবনেশ্বর কুমার, বুমরার পরই ভারতীয় দলের বড় ভরসা। গত ইংল্যান্ড সফরে সফল। কিন্তু, চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে বাদ দেন নির্বাচকরা। সৌজন্যে চোট-আঘাত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement